স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল, ২০১৭ ১৮:৫৯

বাড়ল মাশরাফি-সাকিবদের বেতন ও ম্যাচ ফি

চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২০ এপ্রিল) বিকালে বোর্ড মিটিংয়ে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির প্রস্তাব পাশ করেন বোর্ড পরিচালকরা।

বোর্ড মিটিং শেষে বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ।

এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন দেড় গুণ বাড়িয়ে আড়াই লাখ টাকা থেকে চার লাখ টাকা করা হয়েছে। এ প্লাস ক্যাটাগরির চার ক্রিকেটার হলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

এ ক্যাটাগরির বেতন দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ এবং বি ক্যাটাগরির বেতন দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকা করা হয়েছে। সি ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন এক লাখ থেকে দেড় লাখ করা হয়েছে। আর ডি ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি ২ লাখ থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করা হয়েছে। ওয়ানডের ম্যাচ ফি দ্বিগুণ করা হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটের নতুন ম্যাচ ফি ২ লাখ টাকা। এছাড়া টি-টোয়েন্টির ম্যাচ ফি ৫০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ২৫ হাজার টাকা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত