নিউজ ডেস্ক

১২ মে, ২০১৫ ১০:১১

রেটিং পয়েন্ট বাড়লো বাংলাদেশের : র‌্যাংকিংয়ে পেছালো পাকিস্তান

টেস্ট সিরিজ হারর পরও র‌্যাটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের; আর র‌্যাংকিংয়ে নীচে নেমেছ পাকিস্তান।
 
বাংলাদেশের বিপক্ষে ২ টেস্টের সিরিজে ১-০ তে জিতেও র‌্যাংকিংয়ে অবনমন ঘটেছে পাকিস্তানের। বিপরীতে র‌্যাংকিং অপরিবর্তিত থাকলেও রেটিং পয়েন্ট দুটোই বেড়েছে বাংলাদেশের।
 
সোমবার প্রকাশিত আইসিসির বার্ষিক র‌্যাংকিংয়ে বলা হয়েছে, নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৩৯। পাকিস্তান সিরিজ শুরুর আগে ৩২ রেটিং পয়েন্ট ছিল মুশফিকদের। বাংলাদেশের পরের অবস্থানে থাকা জিম্বাবুয়ের রেটিং মাত্র ৫। র‌্যাংকিংয়ের শীর্ষ দুটি অবস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রলিয়া। তিন নম্বরে থাকা পাকিস্তান একলাফে নেমে গেছে ৬-এ। নিচে নেমে গেছে ইংল্যান্ডও। এই দুই দলের তৃতীয় ও চতুর্থ অবস্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড এবং ভারত। অবশ্য র‌্যাংকিংয়ের ৩ থেকে ৭ নম্বর দল পর্যন্ত পয়েন্টের ব্যাবধান মাত্র তিন। 

আপনার মন্তব্য

আলোচিত