স্পোর্টস ডেস্ক

০১ জুন, ২০১৭ ১৮:৩০

তামিমের সেঞ্চুরিতে দুর্দান্ত বাংলাদেশের

নাফিস সেই ২০০৬ সালের আসরে প্রথম সেঞ্চুরি করেছিলেন। এত বছর বাদে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। তামিমের কল্যাণে।

তামিম এদিন ১২৪ বলে শতক হাঁকিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম শতক হাঁকান। টসে হেরে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে তামিমের সেঞ্চুরিতে দুর্দান্তভাবে এগিয়ে চলছে বাংলাদেশ। এরিপোর্ট লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে এক উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করেছে টাইগাররা। তামিমের সাথে ৬৬ রান নিয়ে ক্রিজে আছেন মুশফিক রহিম।

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সঙ্গে সেঞ্চুরি করে ভালো কিছুর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তামিম। বাংলাদেশের ব্যাটিং যে তাকে কেন্দ্র করে গড়ে ওঠে সেটির যেন প্রমাণ দিলেন এ বাঁহাতি ওপেনার।

ইংল্যান্ডের বিপক্ষে এটি তামিমের দ্বিতীয় সেঞ্চুরি। আগের সেঞ্চুরিটি ২০১০ সালে মিরপুরে। সেটি ছিল ১২০ বলে ১২৫ রানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড আগেই গড়েছিলেন তামিম। এবার যেন সেটিকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন। তামিমের নামের পাশে সেঞ্চুরি নয়টি। দ্বিতীয় অবস্থানে থাকা সাকিব আল হাসানের সেঞ্চুরি ছয়টি। মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীসের চারটি করে।

৭১ বল খেলে সাতটি চারের সাহায্যে এদিন ফিফটি করেন তামিম।

আপনার মন্তব্য

আলোচিত