স্পোর্টস ডেস্ক

০৪ জুন, ২০১৭ ২২:২৩

নিরাপত্তা নিয়ে ভীত নন মাশরাফিরা

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা চলার সময় লন্ডনে ঘটে গেল সন্ত্রাসী হামলার ঘটনা। এতে আতঙ্কিত ক্রিকেট বিশ্বের অনেকে। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, তারা ভীত নন। নিরাপত্তা ইস্যুতে আইসিসির ওপর পূর্ণ আস্থা আছে ম্যাশের।

সোমবার (৫ জুন) প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগের দিন রোববার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেছেন, "ইংল্যান্ড আমাদের দেশে গিয়েছিল বলে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। অবশ্য মরগ্যানসহ কয়েকজন যায়নি। হয়তো তাদের মধ্যে ভীতি কাজ করেছে। অস্ট্রেলিয়ার পুরো দলই যায় নি। তবে সেটা তাদের ব্যাপার। এখন পৃথিবীর সব জায়গায় সন্ত্রাসী হামলা ঘটছে। এটা যে কোনও জায়গায় ঘটতে পারে। আসলে কাউকে মেসেজ দেওয়ার কিছু নেই। শুধু বলতে পারি, আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই।"

অধিনায়ক বলেন, "সন্ত্রাসী হামলার আতঙ্কে অনেক সময় আমাদের দেশে খেলাই হয় না। তবে এখন সবাই দেখছে, এমন ঘটনার পরও আমরা খেলছি। এর ফলে অন্যরাও হয়তো সাহস পাবে। নিরাপত্তা ব্যবস্থা কতটা ভালো, সেটা নির্ভর করে আয়োজক এবং আইসিসির ওপরে। তাদের প্রতি আস্থা রাখা জরুরি।"

শনিবার রাতে লন্ডন ব্রিজ ও বোরো মার্কেট এলাকায় হামলার ঘটনায় ৭ জন নিহত হওয়ার পর লন্ডন জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ দলের সদস্যরা হোটেলে নিরাপদেই আছেন বলে জানিয়েছেন মাশরাফি।

ঘটনার সময়ের বর্ণনা দিয়ে তিনি বলেছেন, "আমরা তখন হোটেলে ছিলাম। কী হচ্ছে তা বোঝার চেষ্টা করছিলাম। সারা পৃথিবীতে এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেই চলেছে। তবে আইসিসির ওপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা এ বিষয়ে বাড়তি কিছু ভাবছি না। এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমরা তো বেশিরভাগ সময় হোটেলেই থাকি। আর হোটেলের নিরাপত্তা ব্যবস্থাও ভালো।"

সোমবার (৫ জুন) ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

আপনার মন্তব্য

আলোচিত