স্পোর্টস ডেস্ক

০৫ জুন, ২০১৭ ১৬:৪৭

ওভালে বৃষ্টির চোখ রাঙানি, ভেসে যেতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

লন্ডনে সন্ত্রাসী হামলার পরবর্তী উদ্বেগ আর আতংকের মধ্যেই আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টাইগাররা। দুই দলের জন্যই আজ দ্বিতীয় ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক ইংলিশদের কাছে হেরেছে টাইগাররা, আর কিউইদের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে অজিরা। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচটি জিততে আজ মরিয়া থাকবে দুই দলই।

তবে সোমবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় ওভালে শুরু হতে যাওয়া ম্যাচ ঘিরে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। জানা গেছে, বৃষ্টিতে ভেসে যেতে পারে আজকের ম্যাচ।

বিবিসির আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, বিকাল চারটায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এ হালকা বৃষ্টি ভারী বর্ষণে রূপ নিয়ে ভাসিয়ে দিতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ।

ওয়ানডে ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কমপক্ষে দুই ইনিংসে ২০ ওভার করে খেলা না হলে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।

সেরা চারের লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় চাইবে দুই দলই। কেউই চায় না আজকের ম্যাচ কোনোভাবে পরিত্যক্ত হোক।

আপনার মন্তব্য

আলোচিত