স্পোর্টস ডেস্ক

২০ জুন, ২০১৭ ১৬:১৮

কোহলিদের ক্রিকেট ছেড়ে হকি খেলার পরামর্শ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয়ের পর থেকে একের পর এক সমালোচনায় বিদ্ধ হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। একই দিনে বিশ্ব হকি লিগে পাকিস্তানকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত। তাই ক্রিকেট ছেড়ে কোহলিদের হকি খেলার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

শিরোপা ধরে রাখার মিশন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল ভারত। তাঁদের শুরুটাও ছিল দুর্দান্ত। প্রথম ম্যাচেই পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারানোর পর তৃতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিতে জায়গা করে নেন কোহলিরা। সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে অনেকটা এগিয়েও গিয়েছিল দলটি।

ফাইনালে ক্রিকেট বোদ্ধাদের ফেভারিট ছিল ভারত। অনেকেই ধরে নিয়েছিলেন, পাকিস্তানকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হবে তারা। কিন্তু সব হিসাব পাল্টে দিয়ে বড় ব্যবধানে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় সরফরাজ আহমেদের পাকিস্তান।

আপনার মন্তব্য

আলোচিত