স্পোর্টস ডেস্ক

২০ জুন, ২০১৭ ২১:০৯

ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে কুম্বলের পদত্যাগ

চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মনোমালিন্য হয় কোচ অনিল কুম্বলের। ক্রমশ এ মনোমালিন্য তিক্ততার পর্যায়ে চলে যায়। এর জের ধরে বাধ্য হয়েই সরে দাঁড়ালেন কুম্বলে।

মঙ্গলবার (২০ জুন) হঠাৎ নিজের এ সিদ্ধান্তের কথা জানান সাবেক এ ভারতীয় স্পিনার।

টাইমস নাউ জানায়, বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক করেছেন অধিনায়ক বিরাট কোহলি। এ কমিটিতে আছেন শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ। বৈঠকে অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, ভারতীয় দলের কোচের সঙ্গে তার সম্পর্ক খুবই তিক্ত হয়ে গিয়েছে, যা আর ভালো হওয়া সম্ভব নয়। এই বৈঠকের পরই কোচের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন অনিল কুম্বলে।

আগামী ২৩ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। মঙ্গলবার ভারত দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেননি তিনি। তখনই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, কোচের পদ থেকে সরে দাঁড়াতে পারেন কুম্বলে।

আপনার মন্তব্য

আলোচিত