স্পোর্টস ডেস্ক

১১ জুলাই, ২০১৭ ১৯:৩৫

ব্যক্তিগত কারণে কাউন্টি ছেড়ে দেশে ফিরছেন তামিম

এসেক্সের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ৯ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে কেন্টের বিপক্ষে করেছিলেন ৭ রান। কিন্তু এক ম্যাচেই শেষ তাঁর এবারের এসেক্স-অধ্যায়!

যাওয়ার আগে তামিম জানিয়ে গিয়েছিলেন, আট-নয়টি ম্যাচ খেলা হতে পারে তাঁর। কিন্তু এক ম্যাচ খেলে কেন শেষ হলো কাউন্টি দলে খেলা?

এসেক্স নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে, ‘ব্যক্তিগত কারণে জরুরি ভিত্তিতে তামিম ক্লাব ছাড়ছেন। আমরা তাঁকে শুভকামনা জানাই। এ সময়ে তামিমের ব্যক্তিগত বিষয়কে শ্রদ্ধা দেখানোর অনুরোধ করছি।’

আজ (মঙ্গলবার) রাতে তামিম দেশের বিমান ধরে পৌঁছাবেন আগামীকাল (বুধবার)। স্ত্রী ও সন্তানকে নিয়েও ফিরছেন তামিম। কাউন্টি খেলতে ফের ইংল্যান্ডে ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এসেক্সের হয়ে খেলার জন্য এ মাসের পুরোটাই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়েছিলেন তামিম।

কোনো কাউন্টি দলের হয়ে এটি ছিল তাঁর দ্বিতীয় মৌসুম। এর আগে ২০১১ সালে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে নটিংহ্যামশায়ারের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ দলের এই ড্যাশিং বাঁহাতি ওপেনার।

আপনার মন্তব্য

আলোচিত