সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই, ২০১৭ ০৯:৩৭

‘সেরা বাঙালি’র পুরস্কার নিতে আজ কোলকাতা যাচ্ছেন মাশরাফি

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে এবিপি মিডিয়া গ্রুপ। এবারও সেটি করছে জনপ্রিয় মিডিয়া গ্রুপটি। এবার এবিপি আনন্দ ‘সেরা বাঙালি-২০১৭’- এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শনিবার (২৯ জুলাই) জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এজন্য শুক্রবার বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সপরিবারেই কলকাতা যাচ্ছেন মাশরাফী। ঢাকায় ফিরবেন ৩ আগস্ট। এই সময়ের মধ্যে মেয়ে হুমায়রা মুর্তজার চোখের চিকিৎসাও করাবেন বলে জানিয়েছেন মাশরাফী নিজেই।

এর আগে ২০০৭ সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি হাতে তুলেছিলেন এই খেতাব। ২০১২ সালে খেতাবটি পেয়েছিলেন আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। সেবার ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও পুরস্কার হাতে তোলেন। অন্যদের মধ্যে নোবেলবিজয়ী ড. মুহম্মদ ইউনুসও পুরষ্কারটি হাতে তুলেছিলেন। পাঁচ বছর পর আবারও কোনও বাংলাদেশি ক্রিকেটার কলকাতার মর্যাদাপূর্ণ খেতাব হাতে তোলার অপেক্ষায়।

এবিপি মিডিয়ার পক্ষে থেকে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলকে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের মাধ্যমে বিশ্বমঞ্চে বাঙালিদের সুনাম বৃদ্ধি করার ফলেই এবার এই পুরষ্কার মাশরাফি বিন মর্তুজার হাতে তুলে দেয়া হচ্ছে।

মাশরাফি বাংলাদেশ দলের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার নেতৃত্বেই ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল টাইগাররা। তারপর ঘরের মাঠে টানা ৬ টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল।

চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে নিজেদের অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ। যাকে ধরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য। এসবের মূলে ছিল মাশরাফির বলিষ্ঠ অধিনায়কত্ব।

আপনার মন্তব্য

আলোচিত