স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট, ২০১৭ ১০:৩২

বার্সার জালে রিয়াল মাদ্রিদের ৩ গোল

নেইমার দলে নেই, তাই শুরুতে অনেকটা ছন্দহীন থাকা বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে ব্যবধানে হেরেছে।

ক্যাম্প নউয়ে রোববার রাতের এ ম্যাচের প্রথমার্ধে আক্রমণ, পাল্টা আক্রমণ চালাতে থাকে দু’পক্ষ। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে রিয়ালের উইঙ্গার মার্শেলোর ক্রসে স্লাইড মেরে বার্সার ডিফেন্ডার নিজেদের পোস্টেই গোল দেন।

ডি বক্সে রিয়ালের গোল কিপার কেইলর নাভাসের ফাউল করেন বার্সা ফরওয়ার্ড লুইজ সুয়ারেজকে। ৭৭ মিনিটে মেসির পেনাল্টি শটে সমতায় ফেরে বার্সা।

ম্যাচের শেষার্ধে নেমে ৮০ মিনিটে লং শটে চমৎকার গোল দিয়ে পর্তুগিজ তারকার জার্সি খুলে গোল উদযাপনে এগিয়ে যায় রিয়াল। তবে জার্সি খোলার দায়ে হলুদ কার্ড পান তিনি। এর এক মিনিট পরেই বার্সার ডি বক্সে আবারো বল নিয়ে ঢুকে পড়েন সি আর সেভেন। বার্সার ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির ধাক্কায় পড়ে যান তিনি। দায়িত্বে থাকা রেফারি উল্টো রোনালদোকেই দোষী করে হলুদ কার্ড দেয়।

রোনালদোর লাল কার্ডটি নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে। পাল্টা আক্রমণে দুর্দান্ত এক গোল করার পর আনন্দের বাড়াবাড়ি প্রকাশে জার্সি খুলে ফেলেন সিআর সেভেন। জোটে হলুদ কার্ড। মেসিকে অনুকরণ করেই মিলেছে এই কার্ড। গত মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্নাব্যুতে গোলের পর মেসি জার্সি খুলে দেখিয়েছিলেন স্বাগতিক দর্শকদের। রোনালদো সেটাই ফিরিয়ে দিতে চাইলেন। মিলল হলুদ কার্ড।

তার দুই মিনিট পরই স্যামুয়েল উমতিতির সঙ্গে ধাক্কা কাণ্ডে রোনালদো পড়ে যান বার্সার পেনাল্টি বক্সে। পেনাল্টির আবেদন করে উল্টো ডাইভ-নাটকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে সোজা মাঠের বাইরে। পরে দেখা গেছে উমতিতির সঙ্গে লাগা ধাক্কাটির পর রোনালদোর অভিনয় কার্ড-অপরাধের মত অতটা ইচ্ছেকৃত ছিল না। কিন্তু ততক্ষণে যা ক্ষতির হয়ে গেছে। তবে লাল কার্ডের পর রেফারিকে হাত দিয়ে ধাক্কা দিয়ে আরও বড় শাস্তির পথই খুলে মাঠ ছেড়েছেন ক্রিস্টিয়ানো।

এদিকে ১০ মিনিট পর ম্যাচের শেষ মিনিটে রিয়ালের কাউন্টার অ্যাটাকে স্প্যানিশ মিডফিল্ডার মারকো অ্যাসেনসিওর আরেকটি লং শট। ফলাফল রিয়াল ৩ বার্সা ১।

ম্যাচে মেসিও দেখেছেন হলুদ কার্ড। কার্ড দেখেছেন কাসেমিরো, গ্যারেথ বেল, দানি কারভাহাল ও জেরার্দ পিকে।

পরের লেগে বুধবার রাতে নিজেদের মাঠে পরিষ্কার ২ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামবে রিয়াল।

আপনার মন্তব্য

আলোচিত