সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

৩০ আগস্ট, ২০১৭ ১৪:৪৮

ঐতিহাসিক জয়ের দিনে সাকিবের রেকর্ড

মিরপুর টেস্টে ঐতিহাসিক জয়ের দিনে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নেন ৫ উইকেট। ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বারের মতো টেস্টে ১০ উইকেটের দেখা পেলেন সাকিব।

বাংলাদেশের হয়ে আর কারো ম্যাচে একাধিকবার ১০ উইকেট নেয়ার নজির নেই।

সাকিবের বোলিং তোপে পড়ে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৫ উইকেট নিতে খরচ করেন ৬৮ রান। দ্বিতীয় ইনিংসে ৮৫ রান দিয়ে পান ৫ উইকেট।

২০১৪ সালে প্রথমবারের মতো টেস্টে ১০ উইকেটের দেখা পান সাকিব। সেবার জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ইনিংসে ৮০ রানে নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিতে খরচ করেন ৪৪ রান।

বাংলাদেশের হয়ে সাকিব ছাড়া আর মাত্র দুজন বোলার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। ২০০৫ সালে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে ১১ উইকেট নেন এনামুল হক জুনিয়র। অন্যদিকে গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে মেহেদী হাসান মিরাজ নেন ১২ উইকেট।

আপনার মন্তব্য

আলোচিত