স্পোর্টস ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৭ ২১:০৯

উরুগুয়ের বিপক্ষে ড্র, শঙ্কায় আর্জেন্টিনার বিশ্বকাপের সুযোগ

উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রতে পঞ্চম স্থানেই রয়ে গেছে আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগের জন্যে এখনও তাদের কঠিন পরীক্ষা দিতে হচ্ছে।

মন্টেভিডেওর সেন্তেনারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে হওয়া ম্যাচে গোলের খুব ভালো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

ম্যাচের ৩৭তম মিনিটে সের্হিও রোমেরোর নৈপুণ্যে এগিয়ে যেতে পারেনি উরুগুয়ে। ক্রিস্তিয়ান রদ্রিগেসের জোরালো শট ঠেকানোর পর বল গিয়েছিল সামনে দাড়িয়ে থাকা এদিনসন কাভানির কাছে। তবে পিএসজি স্ট্রাইকারের শটও ঠেকিয়ে দেন আর্জেন্টিনা গোলরক্ষক।

বিরতির কিছু আগে ডি-বক্সে বল পেয়ে লিওনেল মেসির বাঁকানো শট ঠেকিয়ে অন্যপ্রান্তে উরুগুয়ের ত্রাণকর্তা গোলরক্ষক মুসলেরা। ৫৯তম মিনিটে মেসির জোরালো ফ্রি-কিক কর্নারের বিনিময়ে ঠেকান মুসলেরা।

দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত বেশি আক্রমণ করে খেলে অতিথিরা। তবে গোলের ভালো সুযোগ তৈরি করতে না পারায় ১ পয়েন্ট নিয়েই ফিরতে হয় মেসিদের।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপ। পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে।

তিন রাউন্ড বাকি থাকতে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে উরুগুয়ে। এক পয়েন্ট কম নিয়ে আর্জেন্টিনা আছে পঞ্চম স্থানে।

প্যারাগুয়ের কাছে ৩-০ গোলে হেরে যাওয়া চিলি আর্জেন্টিনার সমান ২৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে। ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা প্যারাগুয়ের আশাও টিকে আছে।

তলানির দল ভেনেজুয়েলার মাঠে হোঁচট খেয়েছে কলম্বিয়া। গোলশূন্য ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি।

আপনার মন্তব্য

আলোচিত