স্পোর্টস ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৭ ১০:০১

বিশ্বকাপের পথে নাইজেরিয়া

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ক্যামেরুনের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি নাইজেরিয়া। তবে ১-১ গোলের ড্রয়ে ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়ার পথে অনেকটাই এগিয়ে গেল নাইজেরিয়া। এরআগে প্রথম পর্বের লড়াইয়ে ঘরের মাঠে ক্যামেরুনকে ৪-০ গোলে বিধ্বস্ত করে নাইজেরিয়া।

ক্যামেরুনের স্তাদে আহমাদু আহিজুতে অনুষ্ঠিত ম্যাচের ৩০তম মিনিটে মোসেস সিমোনের গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। বিরতির আগে আর কোনও দলই গোল করতে পারেনি।

৭৫তম মিনিটে ম্যাচ জমিয়ে তোলে ক্যামেরুন। পেনাল্টি গোলে স্বাগতিকদের সমতায় ফেরান ভিনসেন্ট আবুবকর। তবে এরপর আর কোনও গোল না হলে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া।

চার ম্যাচ থেকে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নাইজেরিয়া। আগামী ৭ অক্টোবর ঘরের মাঠে জাম্বিয়াকে হারাতে পারলে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে নাইজেরিয়া।

অন্যদিকে এই ড্রয়ের ফলে রাশিয়া বিশ্বকাপের স্বপ্ন চূর্ণ হলো ক্যামেরুনের।

আপনার মন্তব্য

আলোচিত