ক্রীড়া প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০১৭ ১৬:১৭

হাথুরুসিংহের পদত্যাগের খবর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করেছেন বলে খবর বেরিয়েছে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো হাথুরুসিংহের এই পদত্যাগের খবর জানায়। তবে বিসিবি হাথুরুসিংহের পদত্যাগপত্র গ্রহণ করছে কীনা এনিয়ে বিস্তারিত কিছু জানা যায় নি।

প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড হাথুরুকে কোচ হিসেবে পেতে চায়। দুপক্ষ ইতিমধ্যে সমঝোতায় এসেছে।

আগে গত বছর অক্টোবরেও পদত্যাগ করতে চেয়েছিলেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত এই কোচ।

হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত।

গত মার্চে শ্রীলঙ্কা সফরে যাওয়ার পর হাথুরুসিংহে নিজ দেশে ফেরার কথা বলেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘যদি শ্রীলঙ্কা আমাকে স্মরণ করে, তাহলে অবশ্যই আমি ফিরবো।’

দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাংলাদেশ দলের সঙ্গে দেশে ফেরেন নি হাথুরু, ছুটি কাটাতে তিনি চলে গেছেন অস্ট্রেলিয়ায়। দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর অধীনে থাকা বাংলাদেশ দল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত