সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৭ ০২:১৫

পিএসএলে সাকিব-তামিম পেশোয়ারে, মুস্তাফিজ লাহোরে

রোববার অনুষ্ঠিত হয়ে গেলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান। বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুইজন। তামিম ইকবালকে নিয়েছে তার আগের দল পেশোয়ার জালমি। আর ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

তামিম-মোস্তাফিজ দুইজনই ডায়মন্ড ক্যাটাগরির খেলোয়াড়। এই ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ইউএস ডলার।

পিএসএলে এবার ছয়টি দল অংশ নিবে। দলগুলো হলো পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটরস, ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, করাচি কিংস ও মুলতান সুলতানস।

সাকিব আল হাসান ও তামিম ইকবাল গত আসরে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন। এই আসরের জন্য দলটি সাকিব আল হাসানকে ধরে রাখলেও তামিম ইকবালকে ছেড়ে দেয়। তবে, প্লেয়ার ড্রাফটের মাধ্যমে তারা আবারও তামিমকে দলে নিয়েছে।

অন্যদিকে, গত আসরে কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে খেলেছিলেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এই আসরেও দলটি রিয়াদকে ধরে রেখেছে। সুতরাং, বাংলাদেশ থেকে মোট চারজন ক্রিকেটারকে দেখা যাবে পিএসএলে খেলতে।

সাকিব, তামিম, মুস্তাফিজ ও মাহমুদউল্লাহ ছাড়াও আরও ১৩ জন বাংলাদেশী ছিলেন পিএসলের ড্রাফটে। গোল্ড ক্যাটাগরিতে ছিলেন তাসকিন আহমেদ। আর সিলভার ক্যাটাগরিতে বাকিরা।

একনজরে পিএসএলের দল ও খেলোয়ার :

মুলতান সুলতান : শোয়েব মালিক, কাইরন পোলার্ড, কুমার সাঙ্গাকারা, সোহেল তানভির, মোহাম্মদ ইরফান, জুনাইদ খান, শোয়েব মাকসুদ, ইরফান খান, কাশিফ ভাট্টি, ইমরান তাহির, ড্যারেন ব্রাভো, আহমেদ শেহজাদ, মোহাম্মদ আব্বাস, নিক পুরান, আব্দুল্লাহ শফিক, সাইফ বদর। অতিরিক্ত খেলোয়াড় : হার্দাস ভিলিয়ন, উমর গুল।

পেশোয়ার জালমি : মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, সাকিব আল হাসান, কামরান আকমল, ড্যারেন স্যামি, হাসান আলি, হারিস সোহেল, ক্রিস জর্ডান, মোহাম্মদ আসগার, ডোয়াইন ব্রাভো, তামিম ইকবাল, হাম্মাদ আযম, সাদ নাসিম, তৈমুর সুলতান, সামিন গুল, ইবতিসাম শেখ। অতিরিক্ত খেলোয়াড় : আন্দ্রে ফ্লেচার, ইভিন লুইস।

করাচি কিংস : শহিদ আফ্রিদি, উসমান খান, উসামা মির, খুররম মনজুর, রবি বোপারা, ইমাদ ওয়াসিম, বাবর আযম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, কলিন ইনগ্রাম, মিচেল জনসন, লুক রাইট, ডেভিড উইজি, তাবিশ খান, মোহাম্মদ ইরফান জুনিয়র, হাসান মহসিন। অতিরিক্ত খেলোয়াড় : কলিন মুনরো, এউইন মরগান।

লাহোর কালান্দার্স : উমর আকমল, সুনিল নারিন, ব্রেন্ডন ম্যাককালাম, ফখর জামান, ইয়াসির শাহ, ক্যামেরন ডেলপোর্ট, আমির ইয়ামিন, বিলওয়াল ভাট্টি, সোহেল খান, ক্রিস লিন, মোস্তাফিজুর রহমান, বিলাল আসিফ, রাজা হাসান, সোহেল আখতার, শাহিন শাহ আফ্রিদি, গুলাম মুদাসসার। অতিরিক্ত খেলোয়াড় : অ্যাঞ্জেলো ম্যাথুজ, মিচেল ম্যাকক্লেনাঘান।

ইসলামাবাদ ইউনাইটেড : মোহাম্মদ সামি, আন্দ্রে রাসেল, রুম্মন রইস, শাদাব খান, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বদ্রি, ইফতিখার আহমেদ, আমাদ ভাট, আসিফ আলি, জেপি ডুমিনি, লুক রনকি, ফাহিম আশরাফ, স্যাম বিলিংস, জাফর গোহার, শাহিবজাদা ফারহান, হুসাইন তালাত। অতিরিক্ত খেলোয়াড় : অ্যালেক্স হেলস, ডেভিড উইলি।

কুয়েটা গ্ল্যাডিয়েটর্স : সরফরাজ আহমেদ, কেভিন পিটারসেন, রাইলি রুশো, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলি, মাহমুদউল্লাহ, উমার আমিন, মির হামজা, আসাদ শফিক, শেন ওয়াটসন, কার্লোস ব্র্যাথওয়েট, রাহাত আলি, রমিজ রাজা জুনিয়র, সাদ আলি, সাদ শাকিল, হাসান খান। অতিরিক্ত খেলোয়াড় : জ্যাসন রয়, রশিদ খান।

আপনার মন্তব্য

আলোচিত