স্পোর্টস ডেস্ক

০২ জুন, ২০১৫ ০০:০২

মাশরাফিকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যাচার!

বাংলাদেশ-ভারত সিরিজ এখন আলোচনার তুঙ্গে। ভারত দলকে যখন আটকানোর জন্য কঠোর পরিশ্রম করছে স্বাগতিক বাংলাদেশ, তখন নিজেদের কোচ খুঁজতে ব্যস্ত ধোনিবাহিনী। এমন সময় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ভারত সিরিজ নিয়ে করা মন্তব্যকে বিকৃত করে প্রকাশ করেছে পশ্চিম বাংলার একটি অনলাইন সংবাদমাধ্যম।

গত শুক্রবার গণমাধ্যমে মাশরাফির দেওয়া সাক্ষাৎকারের উপর ভিত্তি করে ‘মাঠে নামার আগেই বিরাটদের ভয় পাচ্ছেন’ শীর্ষক সংবাদ প্রকাশ করে কলকাতা ২৪x৭।

মূলত, শুক্রবার মাশরাফির বৃষ্টি নিয়ে নিজের শঙ্কার কথা প্রকাশ করেন মাশরাফি। একই সঙ্গে ভারত দলের প্রশংসা করেন। জানান, বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছে।

কিন্তু মাশরাফির সব ইতিবাচক মন্তব্যকেই নেতিবাচকভাবে প্রকাশ করে কলকাতার ওই সংবাদ মাধ্যম।

এবারই প্রথম নয়, এর আগেও কলকাতার প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারসহ বেশকিছু গণমাধ্যম বাংলাদেশ ক্রিকেটের বিরুদ্ধে গুজব রটিয়ে মিথ্যা খবর প্রকাশ করে।

আপনার মন্তব্য

আলোচিত