স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৭ ০০:৪৯

রাশিয়া বিশ্বকাপে কে কােন গ্রুপে

মস্কোতে হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর ড্র। আটটি গ্রুপে ভাগ হয়ে একে অপরের বিপক্ষে লড়বে দলগুলো।

এবার সত্যিকারের গ্রুপ অব ডেথ বলা হচ্ছে ‘ডি’কে। এই গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে খেলবে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া। জার্মানির গ্রুপ ‘এফ’ দ্বিতীয় শক্তিশালী। এই গ্রুপে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে আছে মেক্সিকো, সুইডেন, সাউথ কোরিয়া। সঙ্গে পর্তুগালের গ্রুপ ‘বি’ও যথেষ্ট শক্তিশালী। এই গ্রুপে অন্য তিন দল স্পেন, মরক্কো, ইরান।

দেখে নিন কে কার গ্রুপে:

‘এ’ গ্রুপ : রাশিয়া, সৌদি আরব, মিসর, উরুগুয়ে।

‘বি’ গ্রুপ : পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান।

‘সি’ গ্রুপ : ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক।

‘ডি’ গ্রুপ : আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া।

‘ই’ গ্রুপ : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।

‘এফ’ গ্রুপ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, সাউথ কোরিয়া।

‘জি’ গ্রুপ : বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া, ইংল্যান্ড।

‘এইচ’ গ্রুপ : পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান।

নিয়ম অনুযায়ী ইউরোপ ছাড়া অন্য কোন মহাদেশ থেকে একটির বেশি দল এক গ্রুপে রাখা হয়নি। আর ইউরোপ থেকে সর্বোচ্চ দুটি দল ছয়টি গ্রুপে রাখা হয়।

আপনার মন্তব্য

আলোচিত