স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৭ ২২:৫৪

ঘরের মাঠে পয়েন্ট হারাল বার্সা

লা লিগায় আবারও পয়েন্ট হারাল বার্সেলোনা। গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার মাঠে পয়েন্ট হারিয়েছিল লিওনেল মেসিরা। এবার নিজেদের ঘর ক্যাম্প ন্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে জিততে পারেনি ভালভেরদের দল। শনিবার ২-২ গোল ড্র হয়েছে ম্যাচটি।
.
ঘরের মাঠে ২০তম মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। মাঝমাঠের কাছে অফসাইডের ফাঁদ ভেঙে বল পায়ে ক্ষিপ্র গতিতে ছুটে ডি-বক্সে ঢুকে বাঁয়ে মাক্সি লোপেসকে পাস দেন ইয়াগো আসপাস। সতীর্থের শট গোলরক্ষক মার্ক আন্ড্রে টের-স্টেগেন পা দিয়ে ঠেকানোর পর ফিরতি বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড আসপাস।

পিছিয়ে পড়ার দেড় মিনিটের মাথায় সমতায় ফেরে স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে সুয়ারেসের ছোট পাস ধরে ফিরতি পাস দিয়েছিলেন পাওলিনিয়ো; কিন্তু না ধরে ছেড়ে দেন উরুগুয়ের স্ট্রাইকার। পেছনে থাকা মেসি বল ধরে নিচু শটে লিগে তিন ম্যাচের গোল খরা কাটান। লা লিগার এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার এটি ত্রয়োদশ গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল হলো ১৭টি।

৬২তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে জর্দি আলবার পাস পেয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন লুইস সুয়ারেস।

আট মিনিট পর আসপাস-লোপেস জুটিতেই সমতায় ফেরে সেল্টা। ডান দিকের বাই-লাইনের কাছে আলবাকে ফাঁকি দিয়ে আসপাসের করা কাটব্যাক ধরে গোলটি করেন উরুগুয়ের ফরোয়ার্ড লোপেস।

ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় বার্সা-সেল্টাকে।

এই নিয়ে লিগে ৩ ম্যাচ ড্র করলো বার্সা। ১৪ ম্যাচে ১১টিতে জয় তাদের। সবমিলে পয়েন্ট ৩৬।

আপনার মন্তব্য

আলোচিত