স্পোর্টস ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০১৭ ০৯:৫৫

পিএসজিও হারে!

পিএসজিতে পাড়ি জমানোর পর নেইমার দলটিকে প্রায় অজেয় করে তুলেছিলেন। নেইমার-কাভানি-এমবাপের আক্রমণত্রয়ীতে ভর করে একের পর এক জয় করায়ত্ত করছিল দলটি। অবশেষে দলটি মৌসুমের প্রথম হারের স্বাদ পেল, তাও আবার পয়েন্ট তালিকার ১৭তম অবস্থানে থাকা স্ট্রাসবুর্গের বিপক্ষে।

পয়েন্ট টেবিলে তলানির সারির দল স্ট্রাসবুর্গের মাঠে ম্যাচ শেষে স্কোরলাইন ২-১!

১৩ মিনিটে নুনো দা কস্তা স্বাগতিকদের এগিয়ে দেওয়ার পর প্রথমার্ধ শেষের তিন মিনিট আগে পিএসজিকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। কিন্তু ৬৫ মিনিটে স্ট্রাসবুর্গ স্ট্রাইকার স্টেফান বাওকেনের গোলে মৌসুমের প্রথম হারের তেতো স্বাদ পেতে হয় লিগ টেবিলে শীর্ষস্থানীয় দলটিকে।

নেইমার পিএসজিতে যোগ দেওয়ার পর দলটির হয়ে এটা তারও প্রথম হার।

গত মৌসুমে লিগ টু জিতে এবার লিগ ওয়ানে উঠে আসা স্ট্রাসবুর্গের জন্য এ জয় বিশেষ কিছু—অবনমন অঞ্চল থেকে তারা উঠে এসেছে ১৪তম স্থানে।

১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। টেবিলে দ্বিতীয় মার্শেই (১৫ ম্যাচ) থেকে তারা ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে।

আপনার মন্তব্য

আলোচিত