স্পোর্টস ডেস্ক

১২ ডিসেম্বর, ২০১৭ ২৩:৫৫

নিজেকে সর্বকালের সেরা দাবি গেইলের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে গেইলের ব্যাটিং তাণ্ডব দেখেছে ক্রিকেট। টি-টোয়েন্টি রেকর্ডবুকে আরও কিছু যুক্ত করে নিলেন তিনি। এক ইনিংসে মেরেছেন ১৮ ছক্কা। সেঞ্চুরিতেও রেকর্ড তার। নির্ভার মেজাজের খুনে ব্যাটিং- যেন স্মারক তার।

ব্যাট হাতে যতখানি খুনে মেজাজের, কথাবার্তায় শান্ত-স্থির। কথা বললেন। দাবি করলেন সর্বকালের খেলোয়াড়ের।

আপনি আজ ১৮ ছক্কা মেরেছেন? ছক্কা মারায় কি আপনি কি সেরা, নাকি অন্যকেউ...?

প্রশ্ন আর বাড়তে দেন নি গেইল। জানতে চাইলেন ‘কত; ৮...১৮?, আমি খেয়ালও করিনি’ যেন ছক্কা মারাটা কত সহজ কাজ!

গেইল বলেন, ‘...ই মহাবিশ্বে একজন আমি। একমাত্র।’

তাহলে দ্বিতীয় সেরা বা কাছাকাছি কে?,  

গেইলের কণ্ঠে আরেক স্বদেশির কথা, ‘লুইস হতে পারে। তার থেকে সাবধান।’

টি-টোয়েন্টিতে কি তিনিই সেরা এমন প্রশ্নের জবাবে ক্রিস গেইলের সরাসরি উত্তর- ‘আমি সর্বকালের সেরা খেলোয়াড়।’

বিপিএলের ফাইনালের সেঞ্চুরির মাধ্যমে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান হয়ে গেছে তার। বিপিএলে আর কেউ যেখানে দুটি সেঞ্চুরিও করতে পারেননি, সেখানে গেইলের দখলে ৫ সেঞ্চুরি।  

বিপিএলে আর কারো যেখানে ৫০টি ছক্কাও নেই, সেখানে গেইলের একারই ১০৭টি।

গেইল বলেন, ‘১১ হাজার রান, এটা দারুণ অর্জন। সত্যিকার অর্থে এটা করেছি মানুষের জন্য, আসলেই আপনাদের জন্য। আমার বয়স এখন ৩৮। আমি মানুষকে যত সম্ভব বিনোদন দিতে চাই। যে দলেই খেলি না কেন আমি কাপ জিততে চাই।’

মঙ্গলবার রাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৮ ছক্কা হাঁকিয়ে গেইল করেছেন ১৪৬ রান। তার এই টনের্ডো ইনিংসের ওপর দাঁড়িয়ে ২০৬ রানের পাহাড় গড়ে রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে ঢাকা ডায়নামাইটস হারে ৫৭ রানে; সবমিলিয়ে তারা করে ১৪৯ রান।

আপনার মন্তব্য

আলোচিত