স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০১৭ ২২:৪১

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজও ভারতের

টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতে নিলো ভারত। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভার হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল।

বিশাখাপত্তনমে অনেকটা সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রানের মাথায় আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান রোহিত শর্মাকে (৭) হারায় ভারত। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৫ রান যোগ করেন শিখর ধাওয়ান ও শ্রেয়াস আয়ার (৬৫)। ধাওয়ান ১০০ রান করে অপরাজিত থাকেন। আর অপর প্রান্তে থাকা দিনেশ কার্তিক করেন অপরাজিত ২৬ রান।

ভারতের উইকেট দু’টি নেন স্পিনার আকিলা ধনাঞ্জয়া ও থিসারা পেরেরা।

এর আগে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান বিশ্রামে থাকা বিরাট কোহলির অনুপস্থিতিতে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া রোহিত। ১৫ রানের মাথায় দানুশকা গুনাথিলাকা (১৩) আউট হওয়ার পর সাদিরা সামারাউইকরামাকে নিয়ে ১২১ রানের জুটি গড়েন উপুল থারাঙ্গা।

২৩তম ওভারে বিদায় নেন সাদিরা (৪২)। আর মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন থারাঙ্গা। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ৩১ বল বাকি থাকতেই ২১৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। অ্যাঞ্জেলো ম্যাথুস ১৭, নিরোশান ডিকভেলা ৮, আসিলা গুনারত্নে ১৭, অধিনায়ক থিসারা পেরেরা ৬ রানে সাজঘরের পথ ধরেন।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন দুই স্পিনার কুলদীপ যাদব ও যুভেন্দ্র চাহাল। হার্দিক পান্ডে দু’টি ও একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ।

ধর্মশালায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ভারতকে ১১২ রানে অলআউট করে সাত উইকেটের জয় পেয়েছিল শ্রীলঙ্কা। এরপর মোহালিতে রোহিত শর্মার রেকর্ড তৃতীয় ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে দুর্দান্তভাবে সিরিজে ফেরে স্বাগতিক ভারত। এর আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিন ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ তে (দু’টি ড্র) জিতে নেয় বিরাট কোহলির দল।

এরপর তিন ম্যাচের (২০, ২২, ২৪ ডিসেম্বর) টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল। ম্যাচগুলোর ভেন্যু কটক, ইন্দোর ও মুম্বাই। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

আপনার মন্তব্য

আলোচিত