স্পোর্টস ডেস্ক

২২ ডিসেম্বর, ২০১৭ ২০:৫০

৩৫ বলে সেঞ্চুরি করে মিলারের রেকর্ড ছুঁলেন রোহিত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৫ বলে সেঞ্চুরি করে মিলারের রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলার। শুক্রবার (২২ ডিসেম্বর) মিলারের সেই রেকর্ডে ভাগ বসালেন রোহিত।

ইন্দোরের হকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪৩ বল খেলে ১১৮ রান করে আউট হন রোহিত শর্মা। এই রান করার পথে তিনি ১২টি চার ও ১০টি ছক্কা হাঁকান। ইনিংসের ১৩তম ওভারে দুশমান্থ চামিরার বলে আকিলা ধনঞ্জয়ার হাতে ক্যাচ দিয়ে শেষ হয় রোহিত শর্মার দুর্দান্ত ইনিংসটি।

ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও লোকেশ রাহুল ওপেনিং জুটিতে ১৬৫ রানের জুটি গড়েন। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এটি সেরা ওপেনিং জুটি আর বিশ্বের মধ্যে তৃতীয়। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ১৭১ রানের অপরাজিত জুটি গড়েছিলেন মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে এখন পর্যন্ত সেটিই সেরা জুটি।

আপনার মন্তব্য

আলোচিত