ক্রীড়া প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০১৭ ১৬:০০

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনুর্ধ্ব-১৫ সাফ ফুটবলের ফাইনালে ভারতীয় কিশোরীদের হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের কিশোরীরা। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

প্রথমার্ধের বাঁশি বাজার কিছুক্ষণ আগে ৪১ মিনিটে কাংখিত গোলটি পায় বাংলাদেশ। বাঁ প্রান্ত দিয়ে ভারতীয় দলের ডি বক্সে বল নিয়ে ঢুকে যান শামসুন্নাহার। গোলমুখের জটলা থেকে বল পান আনুচিং মারমা। কিন্তু তার নেয়া শট ভারতের গোলরক্ষকের হাতে লেগে ফিরে আসে। আর সেই ফিরতি বলে আলতো পা লাগিয়ে বল জালে জড়ান শামসুন্নাহার। খেলোয়াড়দের সাথে সাথে উল্লাসে মেতে ওঠেন গ্যালারি ভর্তি সমর্থকরা।

দ্বিতীয়ার্ধে ভারতকে আরো চেপে ধরে বাংলাদেশ। বাংলাদেশের কিশোরীদের একের পর এক ধারালো আক্রমনে দিশেহারা হয়ে পড়ে ভারতের রক্ষণভাগ। সহজ কিছু সুযোগও পেয়েছিল বাংলাদেশ গোল ব্যবধান বাড়িয়ে নেয়ার। কিন্তু ঠিকঠাক শট নিতে না পারায় সেগুলো ভেস্তে যায়।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে ফাইনাল ম্যাচ শেষ করে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বের দেখায় এই ভারতকে ৩-০ গোলে হারিয়েছিলো বাংলাদেশ। 

আপনার মন্তব্য

আলোচিত