সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৭ জানুয়ারি, ২০১৮ ১৩:৫৪

আইপিএল নিলাম : দল পাননি গেইল!

ক্রিস গেইল মানেই চার-ছয়ের ছড়াছড়ি। প্রতিপক্ষ বোলারদের কাছে আতঙ্কের নাম গেইল। ভারতীয় টি-টোয়েন্টি লিগ আইপিএলেও অসংখ্য ম্যাচে আলো ছড়িয়েছেন তিনি। অথচ সেই ক্রিস গেইলকে ছাড়াই দেখতে হতে পারে আগামী আইপিএল।

শনিবার (২৭ জানুয়ারি) বেঙ্গালুরুতে শুরু হওয়া আইপিএল নিলামে অবিক্রীত থেকে গেছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান মারকুটে ব্যাটসম্যান। কোনো ফ্র্যাঞ্চাইজিই গেইলকে কেনার জন্য বিড করেনি। রোববার (২৮ জানুয়ারি) শেষ হবে দু’দিনের নিলাম পর্ব।

তবে পরবর্তীতে কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁর ব্যাপারে আগ্রহী হলে নিলামে ফিরবেন গেইল। ক্যারিবিয়ান সুপারস্টারের ভিত্তি মূল্য ২ কোটি রুপি। পুরোনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে ধরে রাখবে নাকি ছেড়ে দেবে- সেটিই এখন দেখার বিষয়।

নিলামে দুই সেটে আটজন করে মোট ১৬ জন এলিট বা মারকিউ খেলোয়াড় আছেন। ইতোমধ্যেই প্রত্যেকের নিলাম সম্পন্ন হয়েছে। গেইল ছাড়াও অবিক্রীত থেকে গেছেন ইংলিশ ক্রিকেটার জো রুট।

মারকিউ তালিকায় থাকা আরেক ইংলিশ তারকা বেন স্টোকসকে সর্বোচ্চ দামে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। আইকনিক এই অলরাউন্ডারকে পেতে সবাইকে পেছনে ফেলে ১২ কোটি ৫০ লাখ রুপি ব্যয় করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে ৯ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। অজি পেসার মিচেল স্টার্ককে ৯.৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরকে ২.৮ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি।

ম্যাচ কার্ডের অধিকার নিয়ে শিখর ধাওয়ানকে সানরাইজার্স হায়দ্রাবাদ, কাইরন পোলার্ডকে মুম্বাই ইন্ডিয়ান্স, ফাফ ডু প্লেসিসকে চেন্নাই সুপার কিংস, অজিঙ্কা রাহানেকে রাজস্থান রয়্যালস ও ডোয়াইন ব্রাভোকে দলে রেখে দিয়েছে চেন্নাই সুপার কিংস। বিডিংয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ দর হাঁকালেও একই দামে তাকে কিনে নেওয়ার অধিকার রাখে উক্ত খেলোয়াড়ের সবশেষ টিম। এর নাম ‘রাইট টু ম্যাচ কার্ড’।

আপনার মন্তব্য

আলোচিত