ক্রীড়া প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০১৮ ১৬:০৬

শ্রীলঙ্কাকে ২২১ রানে আটকে দিল বাংলাদেশ

ছবি: ক্রিকইনফো

শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ২২১ রানে আটকে দিল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে, ট্রফি জিততে হলে টাইগারদের করতে হবে ২২২ রান।

দিনের শুরুতে শ্রীলঙ্কা যেভাবে খেলছিল তাতে একটা সময় মনে হচ্ছিল, রান তিনশ পেরুবে। তবে রুবেল, মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের ২২১ রানেই বেঁধে ফেলেছে বাংলাদেশ। ইনিংসের শেষ বলে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।

রুবেলের করা শেষ বলে সুরঙ্গা লাকমালকে রান আউট করেন মুশফিকুর রহিম। ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রুবেল। ২৯ রানে ২ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। মাশরাফি, মিরাজ ও সাইফউদ্দিন নিয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২২১ (গুনাথিলাকা ৬, থারাঙ্গা ৫৬, মেন্ডিস ২৮, ডিকভেলা ৪২, চান্দিমাল ৪৫, থিসারা ২, গুনারত্নে ৬, দনঞ্জয়া ১৭, মদুশঙ্কা ৭, লাকমল ২, চামিরা ১*; মিরাজ ১/৫৩, মাশরাফি ১/৩৫, মুস্তাফিজ ২/২৯, মাহমুদউল্লাহ ০/১৮, সাইফ ১/১৫, সাকিব ০/২০, রুবেল ৪/৪৬)

আপনার মন্তব্য

আলোচিত