ক্রীড়া প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:৫৯

৫১৩ রানের জবাবে ৭১৩ শ্রীলঙ্কার

রানের ফোয়ারা বইছে চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম ইনিংসের করা ৫১৩ রানের জবাবে ৯ উইকেট ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এর মাধ্যমে প্রথম ইনিংসে ঠিক ২০০ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা।

শ্রীলঙ্কা ব্যাট করেছে ১৯৯.৩ ওভার; বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ১২৫.৫ ওভার। দুই দলের প্রথম ইনিংসে রান ওঠেছে ১,২২৬!

শ্রীলঙ্কার পক্ষে তিন জন ব্যাটসম্যান সেঞ্চুরি ও দুজন হাফ সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের পক্ষে তাইজুল ৪, মিরাজ ৩ এবং মোস্তাফিজ ও সানজামুল ১টি করে উইকেট দখল করেন।

চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে লঙ্কান ব্যাটসম্যান সুরাঙ্গা লাকমালকে তাইজুল আউট করার সাথে সাথেই সফরকারীরা ইনিংস ঘোষণা করে। এরআগে, দিলরুয়ান পেরেরাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠিয়ে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

শ্রীলঙ্কার ইনিংসের ১৮৯তম ওভারের তৃতীয় বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে পেরেরা করেন ৩২ রান। তার বিদায়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন হয়।

ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে ৮৭ রানে অপরাজিত থাকা রোশেন সিলভা চতুর্থ দিন সকালে ফের ব্যাট করতে নেমে তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। দলীয় ৫৫০ রানে মিরাজের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরার আগে ১০৯ রানের ইনিংস খেলেন রোশেন। পাশপাশি দিনের চান্ডিমালের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে দলের সংগ্রহে যোগ করেন ১৩৫ রান।

চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের একমাত্র সাফল্য ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নেওয়া রোশেন সিলভাকে সাজঘরে ফেরত পাঠানো।

রোশেনের বিদায়ের পর ব্যাট করতে নামেন নিরোশান ডিকভেলা। তাকে নিয়ে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার লিড বাড়িয়ে নিতে থাকেন অধিনায়ক দিনেশ চান্ডিমাল। পঞ্চম উইকেটে এ জুটি দলীয় সংগ্রহে যোগ করে ৬৩ রান। লাঞ্চের পর চান্ডিমালকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন তাইজুল।

ইনিংসের ১৮০তম ওভারে বোলিংয়ে এসে নিরোশান ডিকভেলাকে সাজঘরে ফেরত পাঠিয়ে বাংলাদেশ শিবিরে আবারও সাফল্য এনে দেন অফ স্পিনার মিরাজ। দলীয় ৬৬৩ রানে মিরাজের একটি বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়ে বিদায় নেন ডিকভেলা। তবে তার আগেই তুলে নেন অর্ধশতক, আউট হন ৬২ রান করে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত বুধবার শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথম ইনিংসে সবক'টি উইকেট হারিয়ে ১২৯ দশমকি ৫ ওভারে ৫১৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে মুমিনুল হক সর্বোচ্চ ১৭৬ রান করেন। এছাড়া মুশফিকুর রহিম ৯২, মাহমুদুল্লাহ ৮৩*, তামিম ইকবাল ৫২ ও ইমরুল কায়েস ৪০ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে তিনটি করে উইকেট নেন সুরঙ্গা লাকমল ও রঙ্গনা হেরাথ। দুটি উইকেট নেন লাকশান সান্দাকান।

আপনার মন্তব্য

আলোচিত