ক্রীড়া প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১১:৩৩

রাজ্জাকের স্পিনে বাংলাদেশের শক্ত অবস্থান

দীর্ঘ চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই নিজের জাত চেনালেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তার তিন উইকেটের সুবাদে প্রথম সেশনে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা প্রথম সেশনে ৩১ ওভারে করেছে ৪ উইকেটে ১০৫ রান। রাজ্জাক নিয়েছেন ৩ উইকেট, অপর উইকেটটি তাইজুলের। কুশল মেন্ডিস ব্যাট করছেন ৬৪ রানে।

ইনিংসের ষষ্ঠ আর নিজের তৃতীয় ওভারের প্রথম বলে সাফল্য পান রাজ্জাক। তার আগের দুই ওভারে শট খেলতে গিয়ে বারবার ব্যর্থ হন করুনারত্নে। তৃতীয় ওভারের প্রথম বলে ক্রিজ ছেড়ে একটু বাইরে এসে খেলার চেষ্টা করেছিলেন।

কিন্তু রাজ্জাকের বুদ্ধিদীপ্ত ডেলিভারি ব্যাটসম্যানের লেগস্ট্যাম্পের পাশ কাটিয়ে চলে যায় উইকেটকিপারের হাতে। দিনের প্রথম সুযোগটা হাতছাড়া করেননি লিটন দাস। বল গ্লাভসে নিয়ে দ্রুত উইকেট ভেঙে দেন তিনি। ১২ বল মোকাবেলায় লঙ্কান ওপেনারের সংগ্রহ ৩ রান।

দলীয় ১৪ রানে উইকেট হারালেও বেশ চালিয়ে খেলতে থাকেন শ্রীলঙ্কা। প্রায় চারের কাছাকাছি গড়ে রান তুলতে যাওয়া লঙ্কানদের ইনিংসে দ্বিতীয় ধাক্কা দেন তাইজুল ইসমলাম। ধনঞ্জয়া ডি সিলভা ব্যক্তিগত ১৯ আর দলীয় ৬১ রানে আউট হন। দারুণ এক ক্যাচ নেন সাব্বির রহমান। সিলভা ফেরার পর ওপেনার কুশল মেন্ডিসের সঙ্গে যোগ দিয়েছেন ধানুস্কা গুনাথিলাকা। আর ২০ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৭০/২।

এরপর লাঞ্চের আগে ২৭তম ওভারে এসে টানা দুই উইকেট নেন রাজ্জাক। গুণাতিলাকাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ফেরান তিনি, গুণাতিলাকা করেন ১৩ রান।

ঠিক পরের বলেই স্পিনারদের স্বপ্নের ডেলিভারি আসে রাজ্জাকের হাত থেকে। দিনেশ চান্ডিমালকে সরাসরি বোল্ড করেন এস্পিনার।

২০১৪ সালের ৮ ফেব্রুয়ারিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সবশেষ টেস্ট খেলেতে নেমেছিলেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে ঘরোয়া ক্রিকেটে কদিন আগেই ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন রাজ্জাক।

আপনার মন্তব্য

আলোচিত