স্পোর্টস ডেস্ক

১৪ জুন, ২০১৫ ১৩:৩৪

মেসিকে যারা ভালোবাসে না, তারা ফুটবল জানে না: তেভেজ

গোটা বিশ্বে ওই দু'জনের ব্যক্তিত্বের সঙ্ঘাত নিয়ে নানা লেখালেখি। আর্জেন্টিনায় তো দু'জনের ঝামেলার কথা রূপকথার সমান৷ কিন্তু কার্লোস তেভেজ দাবি করলেন, তাঁর সঙ্গে মেসির ঝামেলা নিয়ে সংবাদমাধ্যমে সব কিছু দেখে তাঁরা দু'জনে হাসাহাসি করেন৷ স্পেনের এক সংবাদপত্র এবং কোপা আমেরিকার সরকারি ওয়েবসাইটে দুটি সাক্ষাত্‍কারে মেসিকে প্রশংসায় ভরে দিয়েছেন তেভেজ৷

আর্জেন্টিনাতেই জনগণ দুই ভাগ৷ এক দল 'জনতার ফুটবলার' তেভেজের ভক্ত৷ তিনি একেবারে গরীবদের প্রতিনিধি বলে৷ উচ্চবিত্তরা মেসির ভক্ত৷

এই প্রসঙ্গ উড়িয়ে দিয়ে তেভেজ বলেছেন, 'মেসি আর আমি হাসাহাসি করি এ সব দেখেশুনে৷ আমরা জানি, আমাদের দু'জনের আলিঙ্গন আর কথাবার্তা লক্ষ কথা বলে দেবে৷ তাই এ নিয়ে পাল্টা বলার কিছু নেই৷'

তেভেজের ব্যঙ্গ, 'এটা হচ্ছে, কোনটা বিক্রি হবে, সেটাই প্রচার পায়৷ যদি মেসি আর তেবেস বন্ধু হয়, সেটা নিয়ে কাগজ বিক্রি হয় না৷ যদি মেসি, তেবেস শত্রু হয়, সেটাই বিক্রি হয়৷

আমরা খুব স্বাভাবিক ভাবেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে কথা বলেছি৷ বিশ্বকাপ ফাইনালের আগে কথা বলেছিলাম ওর সঙ্গে৷ পরে কথা বলেছি৷ ও আমাকে আলিঙ্গন করেছিল৷ ফুটবল নিয়ে আড়াই ঘণ্টা কথা বলেছি৷'

মেসিকে বিশ্বের এক নম্বর ফুটবলার বলে তেভেজের মন্তব্য, 'ওই বিশ্বের সেরা ফুটবলার৷ যা অর্জন করেছে, তা নিয়ে কেউ কোনও প্রশ্ন তুলতে পারে না৷ আমার বা কারও সঙ্গে ওর কোনও তুলনা হতেই পারে না৷'

সংবাদ মাধ্যমকে ব্যঙ্গ করে তেভেজের মন্তব্য, 'সব হচ্ছে সংবাদমাধ্যমের তৈরি৷ আমাদের ঝামেলা বানিয়ে লেখা হলে কাগজ বিক্রি হয়৷ ক্ষতি হয় জাতীয় টিমের৷' তাঁর পরের মন্তব্য আরও চাঞ্চল্যকর, 'যারা মেসিকে ভালো বাসে না, তারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না৷ আমি জানি না, তাদের মাথায় কী রয়েছে৷'

মেসির সঙ্গে তাঁর সম্পর্ক কত ভালো তা বোঝাতে তেভেজ বলেন, 'আমরা একে অন্যকে ভালো করে চিনি, জানি৷ আমি জানি, ও কী ভাবে চলে৷ ও জানে, আমি কী ভাবে চলি৷ এর ফলে আমাদের দু'জনের মধ্যে একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়েছে৷'

আপনার মন্তব্য

আলোচিত