স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০১৫ ০৪:০৭

ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী সাকিব আল হাসান

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো করতে দারুণ আত্মবিশ্বাসী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফতুল্লায় একমাত্র টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়েছে। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সোমবার যমুনা ফিউচার পার্কে র‌্যাফেল ড্র অনুষ্ঠানে টাইগার সমর্থকদের উদ্দেশ্যে দেশসেরা এ বামহাতি অলরাউন্ডার বলেন, ‘আমি জানি আপনারা আমাদের সঙ্গে আছেন। আশা করি এই সিরিজে আমরাও ভালো করবো।’

ফতুল্লায় একমাত্র টেস্ট ম্যাচটিতে বোলিংয়ে ছন্দ খুজে পেয়েছেন সাকিব। এবার সামনে ওয়ানডে সিরিজ। বাংলাদেশ ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। মেলবোর্নে অনুষ্ঠিত ওই ম্যাচে আম্পায়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে হেরে যায় বাংলাদেশ।

এ বিষয়ে সাকিব বলেন, ‘ এ সিরিজটার জন্য আপানারা অপেক্ষা করছেন। আপনাদের দোয়া ও সমর্থনে আমরা ভালো করার অনুপ্রেরনা পাই। আমাদের ভালো-খারাপ সব অবস্থাতেই এবং সব সময়ই আপনারা পাশে থাকেন। টেস্ট ম্যাচ ড্র হয়েছে, আশা করছি ওয়ানডে সিরিজে আমরা ভালো ফল পাবো।’

এরআগে সোমবার রাতে যমুনা ফিউচার পার্কে র‌্যাফেল ড্র ২০১৪-র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১১টি পুরস্কারের কুপন তুলে নিজেই বিজয়ীদের নাম ঘোষনা করেন সাকিব।

আপনার মন্তব্য

আলোচিত