ক্রীড়া প্রতিবেদক

১৮ মার্চ, ২০১৮ ১৯:১০

ভারত বধের স্বপ্ন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে নিদহাস টি২০ ট্রফির ফাইনালে টসে জিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

এই ট্রফিতেই ভারতের সাথে খেলা ম্যাচগুলো হারলেও পরপর দুবার শ্রীলঙ্কাকে হারিয়ে অনেকটাই চাঙ্গা সাকিবের দল।

গত শুক্রবার বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার খেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নাটকীয় ভাবে জয় লাভ করা বাংলাদেশ দল এখন ফাইনালে ভারত বধের স্বপ্ন নিয়েই মাঠে নামছে।

সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ। গত ম্যাচে বাংলাদেশের সাথে হারটা হয়তো এখনো ঠিক মেনে নিতে পারছেন না শ্রীলঙ্কার সমর্থকেরা। তাই বাংলাদেশী দর্শক ছাড়া পুরো গ্যালারী জুরেই হয়তো আজ থাকবে ভারতের সমর্থিত দর্শক।

একাদশে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কোন পরিবর্তন না আনলেও ভারতীয় দলে মোহাম্মদ সিরাজের পরিবর্তে মাঠে নামবেন জয়দেব উনাদকাত।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মানিশ পাণ্ডে, দিনেশ কার্তিক, বিজয় শংকর, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাত, যুজভেন্দ্র চাহাল।

আপনার মন্তব্য

আলোচিত