ক্রীড়া প্রতিবেদক

২০ মার্চ, ২০১৮ ১৩:৪৪

সাকিবের র‍্যাংকিংয়ে অবনতি

গত ২৫ ফেব্রুয়ারিতেই টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা হারিয়েছিলেন সাকিব আল হাসান। তাকে টপকে শীর্ষে চলে যান অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু নিদাহাস ট্রফিতে সেভাবে জ্বলে না ওঠায় দ্বিতীয় স্থানটাও হারিয়েছেন সাকিব। চলে গেছেন তিন নম্বরে।

সোমবার আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিং প্রকাশ করা হয়। অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে তিন নম্বরে নেমে গেছেন সাকিব। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল আছেন তার আগের অবস্থানেই। তার রেটিং পয়েন্ট ৩৮৯। অপরদিকে সাকিবের রেটিং পয়েন্ট ২৮৭। দ্বিতীয় অবস্থানে আছে আফগানিস্তানের মোহাম্মদ নবী। তার পয়েন্ট ২৯২।

ইনজুরির কারণে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির প্রথম তিন ম্যাচেও খেলতে পারেননি সাকিব। নিদাহাস ট্রফির শেষ দুই ম্যাচ খেললেও ব্যাটে-বলে তেমন জ্বলে উঠতে পারেননি।

ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই পিছিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে সাত ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে এবং বোলিংয়ে দুই ধাপ নেমে ১২ নম্বরে আছেন সাকিব।

দেখে নিন টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিং-এর সেরা পাঁচঃ

  •  গ্লেন ম্যাক্সওয়েল   (রেটিং ৩৮৯)
  •  মোহাম্মদ নবি      (রেটিং ২৯২)
  •  সাকিব আল হাসান (রেটিং ২৮৭)
  •  মারলন স্যামুয়েল   (রেটিং ২৩৯)
  •  জেপি ডোমিনি      (রেটিং ২৩৫)

আপনার মন্তব্য

আলোচিত