স্পোর্টস ডেস্ক

২১ মার্চ, ২০১৮ ১৬:৩৬

বাংলাদেশের পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে

২০১৮ সালের শুরু থেকেই টাইগার শিবিরে ব্যস্ততম সূচি। গত জানুয়ারিতে দেশের মাটিতে এক মাসের দীর্ঘ ত্রিদেশীয় সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের পরপরই শ্রীলঙ্কার মাটিতে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টি- টোয়েন্টি নিদাহাস ট্রফি খেলে এসেছে টাইগার শিবির।

তবে মাস দুয়েক কোন খেলা নেই বাংলাদেশ জাতীয় দলের। ক্রিকেটাররা এখন ব্যস্ত ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশের পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে। আর আগে ভারতে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ হওয়ার কথা থাকলেও এই সিরিজ এখনো নিশ্চিত হয়নি বলে জানান হাবিবুল, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এখনো নিশ্চিত না। নিশ্চিত হলে আপনারা জানতে পারবেন।’

ওয়েস্ট ইন্ডিজ - বাংলাদেশ সম্ভাব্য সফরসূচী:

প্রস্তুতি ম্যাচ :  ২৮-২৯ জুন    (অ্যান্টিগা)

প্রথম টেস্ট :  ৪-৮ জুন      (অ্যান্টিগা)

দ্বিতীয় টেস্ট:  ১২-১৬ জুন     (জ্যামাইকা)

 

ওয়ানডে প্রস্তুতি ম্যাচ: ১৯ জুন  (জ্যামাইকা)

প্রথম ওয়ানডে    : ২২ জুন      (গায়ানা)

দ্বিতীয় ওয়ানডে   : ২৫ জুলাই   (গায়ানা)

তৃতীয় ওয়ানডে   : ২৮ জুলাই    (সেন্ট কিটস)

প্রথম টি-টোয়েন্টি : ৩০ জুলাই  (সেন্ট কিটস)

দ্বিতীয় টি-টোয়েন্টি: ৪ আগস্ট  (ভেন্যু চূড়ান্ত নয়)

তৃতীয় টি-টোয়েন্টি: ৫ আগস্ট (ভেন্যু চূড়ান্ত নয়)

আপনার মন্তব্য

আলোচিত