স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০১৫ ২১:২৭

আলোচনায় সেই ধাক্কা : ‘শরীরে জিতেছেন ধোনি, ব্যাটে-বলে মোস্তাফিজ’

খেলা শেষ হয়েছে আগের রাতেই। রাত রেশ রয়ে গেছে এখনো। এখনো সর্বত্র আগের রাতের বিজয় নিয়ে আলোচনা। ভারতকে হারিয়ে বিশ্বকাপের প্রতিশোধ নেওয়া বিজয়ে মেতে আছে সবাই। আর বহস্পতিবারের ম্যাচ নিয়ে সকল আলোচনায়ই ঘুরেফিরে আসছে মোস্তাফিজকে দেয়া ধোনির সেই ধাক্কার প্রসঙ্গ।

টিভি রিপ্লেতে স্পষ্টই দেখা গেছে, ধোনি ইচ্ছাকৃতভাবেই কনুই দিয়ে ধাক্কা দিয়েছেন তরুণ মোস্তাফিজকে। তবু আইসিসি জরিমানা করেছে দু'জনকেই। ধোনিকে ম্যাচ ফি'র ৭৫ শতাংশ এবং মোস্তাফিজকে ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসি'র এই অদ্ভূত নিরেপক্ষ আচরণে ধোনি-মোস্তাফিজ দু'জনেকই জরিমানা গুণতে হলেও ক্রিকেট বিশ্লেষক-ক্রিকেট অনুরাগী-সমর্থক সকলেই ধোনির এই ক্ষ্যাপাটে আচরণের সমালোচনায় মুখর। ঠান্ডা মাথার জন্য 'ক্যাপ্টেন কুল' হিসেবে পরিচিত ভারতীয় অধিনায়কের এমন আচরণ মানতে পারছেন না কেউই। ভারতীয় মিডিয়ায়ও ধোনির এই ধাক্কার কঠোর সমালোচনা করা হয়েছে।

ভারতের বৃহৎ সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে, ‘ক্যাপটেন কুল ধোনি পথরোধ করা বাংলা বোলারকে সজোরে ধাক্কা মারলেন’। এই প্রতিবেদনে লেখা রয়েছে-  ‘ধোনি হয়তো বলতে পারেন, মুস্তাফিজ ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, তাঁর পথরোধ করার চেষ্টা করেছে। কিন্তু রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে, ধোনি সরে যাওয়ার চেষ্টা তো করেননি, উল্টো কাঁধ দিয়ে সজোরে ধাক্কা মেরেছেন।’

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির যে অবস্থান, সেটি বিবেচনায় নিলে, এটা অবশ্যই খুবই অখেলোয়াড়োচিত একটি আচরণ। যে অভিযোগে ভারত অধিনায়ক তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে আগে কখনো অভিযুক্ত হননি।’

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাঠের দুই আম্পায়ার বিষয়টি ম্যাচ রেফারির কাছে তোলেন কি না, সেটাই এখন দেখার। তবে ধোনি এর জন্য শাস্তি পান আর না-ই পান; ক্ষণিকের এই অভব্যতার জন্য ধোনি বিশ্বজুড়েই হাজার হাজার ভক্ত এরই মধ্যে হারিয়ে ফেলেছেন।’

কলকতার বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে, ‘ভারত অধিনায়ক এ দিন যা করলেন তা তাঁকে সাধারণত করতে দেখা যায় না। মুস্তাফিজুরকে ভারত অধিনায়ক ধাক্কা মেরে বসলেন...রান নিতে যাওয়ার সময় ধোনির কাঁধ মুস্তাফিজুরকে এমনভাবে গুঁতিয়ে দিল যে, উনিশের পেসারকে মাঠের বাইরে চলে যেতে হলো সঙ্গে সঙ্গে। প্রত্যুত্তরটাও পেলেন ভারত অধিনায়ক। মুস্তাফিজুর ফিরে এসে ভারতকেই ম্যাচ থেকে ধাক্কা মেরে বার করে দিলেন।’

এই ঘটনা নিয়ে একজন ফেসবুকব্যবহারকারী তার ওয়ালে লিখেছেন, শারিরীক শক্তিতে জিতেছেন ধোনি আর ব্যাটে জিতেছেন মোস্তাফিজ। আরা ব্যাটে বলেই জিততে চাই। শারিরীক শক্তিতে নয়।'

কালকের ম্যাচ শেষে এমন মন্তব্যকে যথার্থই বলা চলে। ধাক্কার পর আহত হয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছিলো মুস্তাফিজকে। ফিরে এসে তো একেবারে ভারতকেই গুড়িয়ে দিলেন। ৫ বলে ৩ উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচছাড়া করে ফেললেন ভারতকে।

মোস্তাফিজ যেনো আবারও প্রমান করলেন, ক্রিকেট শারিরীক শক্তিমত্তা প্রদর্শনের লড়াই নয়। ক্রিকেট খেলতে হয় কৌশল আর বুদ্ধিমত্তা দিয়ে!

আপনার মন্তব্য

আলোচিত