স্পোর্টস ডেস্ক

২০ জুন, ২০১৫ ১২:৩৮

নেইমার ৪ ম্যাচ নিষিদ্ধ

চার ম্যাচে নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। এতে এবারের কোপা আমেরিকায় আর একটি ম্যাচও খেলা হবে না তার। গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে ০-১ গোলে পরাজয়ের পর নেইমার প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে ঝগড়া করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

প্রথমে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন শুক্রবার শাস্তি আবার মূল্যায়ন করে তাকে চার ম্যাচ নিষিদ্ধ করে। এ ছাড়া তাকে ১০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

বুধবার ম্যাচের পর হতাশ নেইমার কলম্বিয়ার পাবলো আরমেরোকে বল কিক করেন। এ নিয়ে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে এই শাস্তি। এদিকে ওই ঘটনায় কলম্বিয়ার কার্লোস বাক্কাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে উভয়েই এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন।

আপনার মন্তব্য

আলোচিত