নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০১৫ ১৩:০৩

বাংলাদেশের জয়ে ষড়যন্ত্রের গন্ধ পেল পাকিস্তান:‘ইচ্ছে করেই হেরেছে ভারত, মোদীর সফরেই ষড়যন্ত্র’(ভিডিও)

পাকিস্তানকে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ দিতে বাংলাদেশের সাথে ইচ্ছে করেই হেরেছে ভারত। মোদীর সাম্প্রতিক বাংলাদেশ সফরকালেই  'ষড়যন্ত্রের' শুরু। বৃহস্পতিবারের বাংলাদেশের জয় নিয়ে এমন 'ষড়যন্ত্রের' গন্ধই খুঁজে পেয়েছে পাকিস্তান।

বাংলাদেশের কাছে ভারতের পরাজয় নিয়ে পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো তে এই ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার সরফরাজ খান। ওই অনুষ্ঠানের এক উপস্থাপিকাও তার সঙ্গে সহমত পোষন করেন। ম্যাচ গোড়াপেটার মাধ্যমে ক্রিকেটকে কলঙ্কিত করার জন্য পাকিস্তানী ক্রিকেটারদেরই সবেচেয় বেশী দায়ী করা হয়ে থাকে।

সিরিজের প্রথম ম্যাচে ভারতকে উড়িয়ে দেয়ার পর সারা বিশ্ব যখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তখন পাকিস্তান ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছে।  তারা বলছেন পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দিতেই নাকি ইচ্ছে করে হেরেছে ভারত!

কদিন আগেই বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে 'বাংলাওয়াশ' হয় পাকিস্তান। অথচ তারাই কিনা বাংলাদেশের ভারত বধ নিয়ে প্রশ্ন তুলল।

বাংলাদেশের জয়ের পর দুনিয়া টিভি নামক বেসরকারি টেলিভিশনের টক শোতে ম্যাচটি নিয়ে একটি পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রচার হয়।

সেখানে উপস্থাপিকা সাবেক পাকিস্তানি খেলোয়াড় সরফরাজ খানকে বাংলাদেশের জয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের খেলা নিয়ে শঙ্কার বিষয়ে প্রশ্ন করলে সরফরাজ বলেন, ভারত চায় না পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলুক, তারা চায় পাকিস্তান বাদ পড়ে যাক। এটা ষড়যন্ত্রের অংশ। এক উপস্থাপিকা তখন প্রশ্ন করেন কীভাবে বুঝলেন ষড়যন্ত্র, তখন সরফরাজ  ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে এনে বলেন -'আমরা ক'দিন আগে দেখেছি মোদী বাংলাদেশ সফর করে তাদের প্রধানমন্ত্রীর সাথে অন্তরঙ আলাপ করেছে, তখনই আসলে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়'।

এসময় অন্য উপস্থাপিকা সম্প্রতি বাংলাদেশের কাছে পাকিস্তানের ৩-০ ব্যবধানে হারার কথা উল্লেখ্য করে প্রশ্ন করেন বাংলাদেশ বিশ্বকাপ ও পরবর্তী সময়ে পাকিস্তানকে হারানোয় আসলেই কি উন্নতি করছেনা? তখন সরফরাজ বলেন- আসলে আমাদের ওয়ানডে দলটি তরুণ, পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু টেস্টে সিনিয়র দল ঠিকই ওদের বিপক্ষে বড় জয় পেয়েছে।

ভিডিও : পাকিস্তানের দুনিয়া টিভির বিতর্কিত টক শো

আপনার মন্তব্য

আলোচিত