স্পোর্টস ডেস্ক

২০ জুন, ২০১৫ ১৪:৩৪

শচিনের বিরুদ্ধে মামলা

ভারত রত্ন সম্মান অপব্যবহারের অভিযোগ উঠল সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে। জনস্বার্থ মামলা করা হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টে এই অভিযোগ তুলে। ভি কে নশা নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন ভারতরত্ন হয়েও সচিন বাণিজ্যিক বিজ্ঞাপণে অংশ নিয়ে এই সম্মানের অপব্যবহার করেছেন।

মুখ্য বিচারপতি এ এম খানভিলকর ও বিচারপতি কে কে ত্রিবেদী অ্যাসিট্যান্ট সলিসিটর জেনারেলের কাছে এব্যাপারে কৈফিয়ত তলব করেছেন। এক সপ্তাহের মধ্যে এব্যাপারে জবাব দিতে হবে অ্যাসিট্যান্ট সলিসিটর জেনারেলকে।

নশা তার পিটিশনে বলেছেন সচিনের উচিত এই সম্মান ফেরত দেওয়া। আর তা না হলে ভারত সরকারের উচিত এই সম্মান কেড়ে নেওয়া। হকির যাদুকর ধ্যানচাঁদকে পিছনে ফেলে সচিনই প্রথম খেলোয়াড় হিসেবে ভারত রত্ন পেয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত