ক্রীড়া প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০১৮ ০৩:০৫

লা লিগায় চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা।

রোববার রাতে দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করল এরনেস্তো ভালভেরদের দল। দেপোর্তিভোকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারায় বার্সেলোনা।

হার এড়ালেই চ্যাম্পিয়ন এমন অবস্থায় মাঠে নামা বার্সেলোনার এগিয়ে যায় ম্যাচের সপ্তম মিনিটেই। ডি-বক্সের মধ্যে উসমান দেম্বেলের পাস পেয়ে উঁচু কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন ফিলিপে কৌতিনিয়ো।

৩৮তম মিনিটে দ্বিতীয় গোল পায় বার্সেলোনা। লুইস সুয়ারেসের বাড়ানো বল থেকে ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।

পাল্টা আক্রমণে দুই মিনিট পরেই ব্যবধান কমায় দেপোর্তিভো। লুকাস পেরেসের নীচু শটে জায়গা থেকে নড়ার সুযোগ পাননি মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

৬৪তম মিনিটে দেপোর্তিভোর তুরস্কের মিডফিল্ডার এমরে কোলাক ম্যাচে সমতা আনেন।

৮২ ও ৮৫তম মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করেন লিওনেল মেসি; একই সঙ্গে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

এটা লা লিগায় বার্সেলোনার ২৫তম শিরোপা জয়। লা লিগার ইতিহাসে সর্বোচ্চ ৩৩বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনা এবারের মৌসুমে লা লিগা ছাড়াও কোপা দেল রেও শিরোপাও জিতেছে।

আপনার মন্তব্য

আলোচিত