ক্রীড়া প্রতিবেদক

০২ মে, ২০১৮ ০২:৩৯

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ

করিম বেনজেমার জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলে ড্র করে জিনদিনে জিদানের দল। সেমিফাইনালের প্রথম লেগে আলিয়াঞ্জ অ্যারেনায় ২-১ গোলে জয়ের ফলে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় টানা তৃতীয়বারের মত ফাইনালে ওঠে ইউরোপ সেরা প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের মাত্র ৩য় মিনিটে রিয়াল দর্শকদের স্তব্ধ করে দিয়ে বায়ার্নের পক্ষে গোল করে জসুয়া কিমিচ।

১১ মিনিটের মাথায় করিম বেনজেমার হেড বায়ার্নের জাল কাঁপালে সমতায় ফেরে রিয়াল। মাতেও কোভাসিচের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সে ক্রস দেন মার্সেলো, সেখান থেকে হেড করেন অরক্ষিত অবস্থায় থাকা বেনজেমা।

৪৬তম মিনিটে গোলরক্ষকের ভুলে গোল খেয়ে বসে বায়ার্ন। ফরাসি মিডফিল্ডার তোলিসোর ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে পারেন নি গোলরক্ষক স্ভেন উলরাইশ। তাকে ফাঁকি দিয়ে বল চলে যায় গোলমুখে, ছুটে গিয়ে বাকি কাজটুকু সারেন বেনজেমা।

ম্যাচের ৬৩তম মিনিটে রদ্রিগেজের গোলে সমতায় বায়ার্ন, কিন্তু প্রথম লেগের জয়ে ভর করে ফাইনালে পৌঁছায় গত দুই আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আপনার মন্তব্য

আলোচিত