স্পোর্টস ডেস্ক

১৫ মে, ২০১৮ ০০:১৩

ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা তিতের

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন দলটির কোচ।

প্রায় সম্ভাব্য সব তারকারাই সুযোগ পেয়েছেন ব্রাজিল দলে। ইনজুরির কারণে শেষ সময়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দানি আলভেজ।

ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যানসিটির চারজন খেলোয়াড়ই সুযোগ পেয়েছেন ব্রাজিল দলে। তাছাড়া দলে রয়েছেন নেইমার, কৌতিনহো, ফিরমিনোর মতো বড় তারকারাও।

বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দল:

গোলকিপার : অ্যালিসন, এদারসন, কাসিও

ডিফেন্ডার : ফ্যাগনার, দানিলো, মার্সেলো, ফিলিপে লুইস, মারকুইনস, মিরান্দা, থিয়াগো সিলভা, জেরোমেল।

মিডফিল্ডার : কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাউলিনহো, ফিলিপে কৌতিনহো, রেনাতো আগুস্তো, উইলিয়ান।

ফরোয়ার্ড : ডগলাস কস্তা, ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, টাইসন।

আগামী ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি লড়বে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। এই দুই দলের খেলোয়াড় ছাড়া তিতের ডাক পাওয়া সবাই আগামী ২১ মে ব্রাজিলে একত্রিত হবে। আর এক সপ্তাহ পর লন্ডনে টটেনহ্যাম হটস্পারের ট্রেনিং সেন্টারে ঘাঁটি করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী ৩ জুন অ্যানফিল্ডে ক্রোয়েশিয়া ও ১০ জুন ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে নেইমাররা।

আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ব্রাজিলের। ‘ই’ গ্রুপে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী কোস্টা রিকা ও সার্বিয়া।

আপনার মন্তব্য

আলোচিত