স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০১৮ ০০:০৬

‘বৃদ্ধ’ হাদারির পেনাল্টি সেভ

প্রথম দুই ম্যাচে মাঠে নামা হয়নি। দুই ম্যাচেই হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তার দলের। এসাম এল-হাদারি আজ গ্রুপের শেষ ম্যাচে খেলতে নেমেই দারুণ কীর্তি গড়লেন। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ড যে এখন মিসরের এই গোলরক্ষকের।

ভলগোগ্রাদে আজ সৌদি আরবের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মিসরের শুরুর একাদশে জায়গা পেয়েই রেকর্ড বুকে নাম তুলেছেন হাদারি। এদিন তার বয়স ৪৫ বছর ১৬১ দিন। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার আগের রেকর্ডটা ছিল কলম্বিয়ার ফরিদ মনদ্রাগনের। ২০১৪ বিশ্বকাপে তিনি যখন জাপানের বিপক্ষে কলম্বিয়ার শুরুর একাদশে ছিলেন, তার বয়স ছিল ৪৩ বছর ৩ দিন।

নতুন রেকর্ড গড়ার দিনে এরই মধ্যে বুড়ো হাড়ের ভেলকিও দেখিয়েছেন হাদারি। ৪১ মিনিটে সৌদির আল-মুয়াল্লাদের নেওয়া পেনাল্টি সেভ করেছেন মিসরীয় গোলরক্ষক।

এবারের বিশ্বকাপে তিনজন কোচের চেয়েও হাদারির বয়স বেশি! বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজের চেয়ে ১৭৯ দিন, সার্বিয়ার কোচ ম্লাদেন ক্রাস্তায়িচের চেয়ে ৪১৩ দিন, সেনেগালের কোচ আলিউ সিসের চেয়ে ১১৬৪ দিন বড় হাদারি।    

আপনার মন্তব্য

আলোচিত