স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০১৮ ০২:০১

মেসির পর রোনালদোও মিস করলেন পেনাল্টি!

সেট পিসে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশেষ করে পেনাল্টি শটে গোল করার ব্যাপারে পর্তুগিজ তারকার মতো পারদর্শী খেলোয়াড়, দ্বিতীয়টি খুঁজে পাওয়া দুষ্কর।

অথচ ইরানের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কিনা সেই রোনালদোই আটকে গেলেন পেনাল্টি মিসের কাটায়। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত চার গোল করা রোনালদো নিজের প্রথমটিই করেছিলেন পেনাল্টিতে।

ইরানের বিপক্ষে পেনাল্টি পাওয়ায় সবাই ধরেই নিয়েছিল গোলসংখ্যাকে পাঁচে নিয়ে যাবেন তিনি। কিন্তু ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ ডানদিকে ঝাপিয়ে দুর্দান্ত ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন রোনালদোর শট।

ম্যাচের ৫২তম মিনিটে এজতোলাহি ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির আবেদন করেন রোনালদো। ম্যাচ রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিয়ে সিদ্ধান্ত দেন পেনাল্টির। কিন্তু এই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন রোনালদো।

১৯৬৬ সালের বিশ্বকাপের পর এই প্রথম কোনো পর্তুগিজ খেলোয়াড় বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন। এছাড়া বিশ্বকাপে কোনো পর্তুগিজ খেলোয়াড়ের পেনাল্টি শট ঠেকিয়ে দেয়া প্রথম গোলরক্ষক ইরানের আলিরেজা বেইরানভান্দ।

আপনার মন্তব্য

আলোচিত