স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০১৮ ১৫:৪৪

বিশ্বকাপে পেনাল্টির নতুন রেকর্ড

রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া গ্রুপ পর্বের মাত্র ৩৬ ম্যাচের মধ্যেই পেনাল্টি কিকের অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গ্রুপ পর্বের আরও ১২টি ম্যাচ বাকি থাকতেই ২০টি পেনাল্টি হয়ে গেছে এবারের আসরে।

পরিসংখ্যান বলছে এবারের বিশ্বকাপে প্রতি ম্যাচে ০.৫৫ করে অর্থাৎ প্রতি দুই ম্যাচে ১.১০টি করে পেনাল্টির দেখা মিলছে। অথচ চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে সব মিলিয়ে পেনাল্টি হয়েছিল ১৩টি। ১৯৯০, ১৯৯৮ ও ২০০২ এই তিন বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল হয়েছিল সমান ১৮টি করে।

এই বিশ্বকাপে পেনাল্টিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির বেশ অবদান রাখছে। ২০ পেনাল্টির মধ্য ভিএআরের সাহায্যে এসেছে ৮টি। এছাড়া রেফারিদের দেয়া আরও কয়েকটি পেনাল্টি সিদ্ধান্ত বহাল থাকে ভারে’র কল্যাণে। আবার পেনাল্টি নাকচ হওয়ারও রেকর্ড আছে এই প্রযুক্তিতে।

২০ পেনাল্টির ১৫টি গোলে রূপান্তর করতে পেরেছেন ফুটবলাররা। মেসি, রোনালদোদের মতো তারকারাও মিস করে যেন অভাবনীয় এক বিশ্বকাপ উপহার দিল ফুটবল বিশ্বকে। এবারের বিশ্বকাপে পেনাল্টি সংখ্যা ঠিক কোথায় দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়।

খেলোয়াড়

দল

প্রতিপক্ষ

 

গোল/মিস

ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগাল

স্পেন

 

গোল

আঁতোয়ান গ্রিজমান

ফ্রান্স

অস্ট্রেলিয়া

ভিএআর রিভিউ

গোল

মাইকেল জেডিনাক

অস্ট্রেলিয়া

ফ্রান্স

 

গোল

লিওনেল মেসি

 আর্জেন্টিনা

আইসল্যান্ড

 

মিস

ক্রিস্টিয়ান কুয়েভা

পেরু

ডেনমার্ক

ভিএআর রিভিউ

 মিস

লুকা মডরিচ

ক্রোয়েশিয়া

নাইজেরিয়া

 

গোল

আন্দেস গ্রানকভিস্ট

সুইডেন

দক্ষিণ কোরিয়া

 ভিএআর রিভিউ

গোল

ফেরজানি সাসি

তিউনিসিয়া

ইংল্যান্ড

 

গোল

শিনজি কাগওয়া

জাপান

কলম্বিয়া

 

গোল

মোহাম্মদ সালাহ

মিসর

রাশিয়া

 

গোল

মাইকেল জেডিনাক

অস্ট্রেলিয়া

ডেনমার্ক

ভিএআর রিভিউ

গোল

গিলফি সিগুর্ডসন

আইসল্যান্ড

নাইজেরিয়া

ভিএআর রিভিউ

মিস

এডেন হ্যাজার্ড

 বেলজিয়াম

তিউনিসিয়া

ভিএআর রিভিউ

গোল

কার্লোস ভেলা

মেক্সিকো

দক্ষিণ কোরিয়া

 

গোল

হ্যারি কেন

ইংল্যান্ড

পানামা

 

গোল

হ্যারি কেন

ইংল্যান্ড

পানামা

 

গোল

ফাহাদ আল-মুয়াল্লাদ

সৌদি আরব

মিসর

 

মিস

সালমান আল-ফারাজ

সৌদি আরব

মিসর

 

গোল

ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগাল

ইরান

ভিএআর রিভিউ

মিস

করিম আনসারিফারদ

ইরান

পর্তুগাল

ভিএআর রিভিউ

গোল

আপনার মন্তব্য

আলোচিত