স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট, ২০১৮ ১২:১৩

সন্ধ্যায় পর্দা উঠছে এশিয়ান গেমসের

এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এশিয়ান গেমসের পর্দা উঠছে আজ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়  শনিবার সন্ধ্যায় ১৮তম এশিয়াড আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ান গেমস। ‘এনার্জি অব এশিয়া’ স্লোগানে এবারের গেমস দিয়ে এশিয়া ও বাকি বিশ্বকে চমকে দিতে চায় ইন্দোনেশিয়া, চমক দেখাতে চায় উদ্বোধনী অনুষ্ঠানেও।

৪৫টি দেশ নিয়ে আয়োজিত হচ্ছে এবারের এশিয়ান গেমস। জাকার্তার পাশাপাশি গেমস পেলামবাং শহরেও থাকবে এর বেশ কয়েকটি ইভেন্ট। অলিম্পিকের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাল্টিস্পোর্টস ইভেন্ট এই এশিয়ান গেমস। অনেকে কাছে এটি মিনি অলিম্পিক নামেও পরিচিত। নিয়ম করে অলিম্পিকের দু বছর আয়োজন করা হয় এশিয়ান গেমস। অনেকে একে অলিম্পিকের প্রস্তুতি হিসেবেও দেখেন।

২ সেপ্টেম্বর পর্যন্ত চলা এবারের আসরে মোট ১৪ ডিসিপ্লিনে ৮৬জন পুরুষ ও ৩১ জন নারীসহ ১১৭ জন বাংলাদেশি অ্যাথলেট অংশ নেবেন। ১৪ ডিসিপ্লিনি হলো, ফুটবল, কাবাডি, হকি, শুটিং, সাঁতার, অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, রেসলিং, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোয়িং ও আর্চারি। এশিয়াডে লাল-সবুজের পতাকা বহন করবেন মাবিয়া আক্তার সীমান্ত।

আপনার মন্তব্য

আলোচিত