স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট, ২০১৮ ০২:৩৮

ট্রেন্টব্রিজে ইংল্যান্ডকে ২০৩ রানে হারিয়েছে ভারত

ট্রেন্টব্রিজ টেস্টে বড় জয় পেয়েছে বিরাট কোহলির ভারত। টেস্টের ৫ম দিনের মাত্র ১৭ বলের মধ্যে জয় তুলে নিয়েছে তারা। জিতেছে ২০৩ রানে।

ভারত দ্বিতীয় ইনিংসে ৩১৭ রানে ইংল্যান্ডকে থামিয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান ২-১ নিয়ে এসেছে।

ম্যাচ পঞ্চম দিনে ৯ উইকেটে ৩১১ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। স্বাগতিকদের দশম উইকেট জুটি এই দিন বিচ্ছিন্ন হয় ৬ রান যোগ করে।

দিনের তৃতীয় ওভারের পঞ্চম বলে জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। ট্রেন্টব্রিজ টেস্টে এটাই ভারতীয় অফ স্পিনারের প্রথম উইকেট। ৩৩ রানে অপরাজিত থাকেন আদিল রশিদ।

এই জয়ে সিরিজে ব্যবধান কমাল ভারত। দেশটির সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (২৭) সঙ্গে ব্যবধান কমালেন কোহলি। ২১ জয় পাওয়া সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে দুই নম্বরে উঠে এলেন তিনি।

আগামী ৩০ অগাস্ট রোজ বৌলে শুরু হবে চতুর্থ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৩২৯
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৬১
ভারত ২য় ইনিংস: ৩৫২/৭ ডিক্লে.
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫২১) ১০৪.৫ ওভারে ৩১৭ (কুক ১৭, জেনিংস ১৩, রুট ১৩, পোপ ১৬, স্টোকস ৬২, বাটলার ১০৬, বেয়ারস্টো ০, ওকস ৪, রশিদ ৩৩*, ব্রড ২০, অ্যান্ডারসন ১১; বুমরাহ ৫/৮৫, ইশান্ত ২/৭০, অশ্বিন ১/৪৪, শামি ১/৭৮, পান্ডিয়া ১/২২)
ফলাফল: ভারত ২০৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: বিরাট কোহলি

আপনার মন্তব্য

আলোচিত