স্পোর্টস ডেস্ক

২৫ আগস্ট, ২০১৮ ১৮:৩০

আইসিসি বিশ্বকাপ ট্রফি সিলেটে আসছে ২১ অক্টোবর

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগেই ২৭ আগস্ট শুরু হচ্ছে বিশ্বকাপের ‘ট্রফি ট্যুর’। প্রথম গন্তব্য ওমানের রাজধানী মাসকট। সেখান থেকে পরের ৯ মাস বিশ্বজুড়ে বেশ কয়েকটি শহরে ঘুরবে ট্রফিটি।

বৈশ্বিক ভ্রমণের অংশ হিসেবে আইসিসি বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে ১৭ অক্টোবর। ক্রিকেটানুরাগিদের দেখার জন্য এই ট্রফি বাংলাদেশে থাকবে ১৭ থেকে ২৩ অক্টোবর।

বাংলাদেশের ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম এই চারটি শহরে ঘুরবে এই ট্রফি। ঢাকায় থাকবে ১৭ থেকে ১৯ অক্টোবর, খুলনায় ২০ অক্টোবর , সিলেটে ২১ অক্টোবর এবং চট্টগ্রামে ২২ ও ২৩ অক্টোবর।

পাঁচটি উপমহাদেশের ২১টি দেশের ৬০ শহরে ঘুরবে বিশ্বকাপের ট্রফিটি। এর মধ্যে রয়েছে ফুটবলের জনপ্রিয় দেশ জার্মানি, বেলজিয়াম এবং ফ্রান্স। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, জ্যামাইকা ও বারবাডোজ সফর করবে এটি।

ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরটি মাঠে গড়াবে আগামী বছরের ৩০ মে। ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

আপনার মন্তব্য

আলোচিত