স্পোর্টস ডেস্ক

২৬ আগস্ট, ২০১৮ ১৭:৩৯

২৪ বলের ২৩টাই ডট!

টি-টোয়েন্টি ক্রিকেটে একজন বোলার চার ওভার বল করতে পারেন; বলের হিসাবে সেটা মাত্র ২৪ বল। ওই চার ওভার হাত ঘুরিয়ে তিনটি মেডেন ও এক রান দিয়ে দুই উইকেট নিয়ে রেকর্ড গড়লেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান।

ওয়েস্ট ইন্ডিজে চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএলে) এই রেকর্ড গড়েছেন তিনি।

জিনিউজ জানায়, এর মাধ্যমে ইরফান দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে করা ক্রিস মরিসের রেকর্ড ভেঙে দেন। মরিস চার ওভারে তিন মেডেন দিয়ে দুই উইকেট নিলেও দিয়েছিলেন দুই রান।

অবশ্য ইরফানের এমন পারফর্মেও দল জেতেনি তার। মাহমদুউল্লাহর দল (সেন্ট কিটস অ্যান্ড নেভিস) সহজেই হারিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টসকে। তবে দল হারলেও ম্যাচসেরা হয়েছেন ইরফান।

নিজের আর ইনিংসের প্রথম বলেই ক্রিস গেইলকে ফিরিয়ে শুরুটা করেছিলেন মোহাম্মদ ইরফান। প্রথম ওভারে উইকেটসহ মেডেন; পরের ওভারে তিনি ফেরান এভিন লুইসকে।

দ্বিতীয় ওভারও উইকেটসহ মেডেন। নিজের তৃতীয় আর ইনিংসের পঞ্চম ওভারও মেডেন নেন তিনি। চতুর্থ ওভারের প্রথম পাঁচ বলে কোনও রান দেননি এই পাকিস্তানি পেসার। ষষ্ঠ বলে এক রান দেন।

আপনার মন্তব্য

আলোচিত