স্পোর্টস ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৩৮

এশিয়া কাপের জন্য পাকিস্তান দল ঘোষণা

আসন্ন এশিয়া কাপের জন্য পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে। আসরটিকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্যাম্পের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করা পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক আজহার আলীর। এদিকে ১৮ জনের এ দলে রাখা হয়েছে ইমাদ ওয়াসিমকে।

এরই মধ্যে আসরটিকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ভারতীয় দলে নেই দলটির সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি। তাই দলটির নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। আসরে পাকিস্তান প্রথম ম্যাচে মাঠে নামবে ১৬ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর আসরটি শেষ হবে।

এশিয়া কাপের পাকিস্তান দল : ফখর জামান, ইমাম-উল হক, শান মাসুদ, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, উসমান খান শেনওয়ারি, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ।

আপনার মন্তব্য

আলোচিত