স্পোর্টস ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৫৬

চেলসির চারে চার

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিতেছে চেলসি। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে এদেন আজার ও পেদ্রোর গোলে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে মাউরিসিও সাররির দল।

ম্যাচে দুই গোলে জিতলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি চেলসি। বিরতির আগে বোর্নমাউথের গোলপোস্টে ১২টি শট নেয় চেলসি। এর মধ্যে মাত্র দুটি লক্ষ্যে থাকলেও জালে যায়নি একটিও।

বিরতির পর উইলিয়ানকে তুলে নিয়ে পেদ্রো ও আলভারো মোরাতার পরিবর্তে অলিভিয়ে জিরুদকে নামান সাররি। স্বাগতিকদের আক্রমণে বাড়ে গতি।

ম্যাচের প্রথম গোলটিও আসে এই দুজনের সমন্বয়ে। ৭২তম মিনিটে মার্কোস আলোনসোর পাস পেয়ে অলিভিয়ে জিরুদের সঙ্গে একবার দেওয়া নেওয়া করে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো।

৮৫তম মিনিটে আলোনসোর পাস পেয়ে ডি-বক্সের বাঁ দিক থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ামের ফরোয়ার্ড আজার।

চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে দিনের প্রথম ম্যাচে লেস্টার সিটিকে ২-১ গোলে হারানো লিভারপুল।

আপনার মন্তব্য

আলোচিত