স্পোর্টস ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:০৮

লুকাকুর জোড়া গোলে জিতল ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোমেলু লুকাকুর জোড়া গোলে বার্নলিকে হারিয়েছে জোসে মরিনিয়োর শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে রোববার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ইউনাইটেড।

লেস্টার সিটিকে হারিয়ে লিগ শুরুর পর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন ও টটেনহ্যাম হটস্পারের কাছে হারে ম্যান ইউ।

ম্যাচের ২৭তম মিনিটে রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। বাঁ-দিক থেকে আলেক্সিস সানচেসের ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন রাশিয়া বিশ্বকাপে চার গোল করা বেলজিয়ান স্ট্রাইকার।

৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণও করতে পারতেন এই ফরোয়ার্ড। সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক জো হার্ট; কিন্তু সে বাধা এড়াতে পারেননি লুকাকু।

কিছুক্ষণ পরেই অবশ্য দ্বিতীয় গোল পেয়ে যান তিনি। ৪৪তম মিনিটে ইংলিশ মিডফিল্ডর জেসি লিনগার্ডের শট প্রতিপক্ষের খেলোয়াড়দের গায়ে লাগার পর পেয়ে যান লুকাকু। ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২৫ বছর বয়সী খেলোয়াড়।

চলতি লিগে লুকাকুর এটি তৃতীয় গোল। ব্রাইটনের কাছে ৩-২ ব্যবধানে হারের ম্যাচে প্রথম গোলটি করেছিলেন তিনি।

৬৮তম মিনিটে বার্নলির মিডফিল্ডার অ্যারন লেনন ইংল্যান্ডের মার্কাস র‌্যাশফোর্ডকে ফেলে দিলে পেনাল্টি পায় ইউনাইটেড। তবে পল পগবার স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিয়ে ব্যবধান বাড়তে দেননি জো হার্ট।

তিন মিনিট পর বড় একটা ধাক্কা খায় ইউনাইটেড। ফিল বার্ডসলির ফাউলের শিকার হয়ে পড়ে যান র‌্যাশফোর্ড। মেজাজ হারিয়ে উঠে স্বদেশি ডিফেন্ডারকে মাথা দিয়ে গুতো দেওয়ায় লাল কার্ড দেখেন ইংলিশ এই ফরোয়ার্ড।

আপনার মন্তব্য

আলোচিত