সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৮ জুলাই, ২০১৫ ২২:২১

যেভাবে বাংলাদেশ র‍্যাংকিংয়ে পেছনে ফেলতে পারে ইংল্যান্ডকেও

র‍্যাংকিং নিয়ে আপাত চিন্তাভাবনা না করলেও চলত কিন্তু বাধ সেধেছে জিম্বাবুয়ে-পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রস্তাবিত সিরিজ। চ্যাম্পিয়নস ট্রফিতে যখন বাংলাদেশের খেলা নিশ্চিত ছিল তখন হুট করে এ সিরিজের কারণে অনেক হিসাবের মধ্য দিয়েই যেতে হচ্ছে বাংলাদেশকে। সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশকে থাকতে হবে সেরা আটের মধ্যে। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সামনে রয়েছে র‍্যাংকিংয়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ। তিন ম্যাচের এই সিরিজের সবকটি জিতলে ওয়ানডে র‍্যাংকিংয়ে ইংল্যান্ডকে ছাড়িয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে টাইগার্সরা।

বর্তমানে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের সপ্তম স্থানে আছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী শুক্রবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতে জিতলে ৯৯ রেটিং পয়েন্ট হবে বাংলাদেশের। সেক্ষেত্রে বর্তমানে ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ড সপ্তম স্থানে নেমে যাবে।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে কি হলে কি হবে:
* বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ৯৯, দক্ষিণ আফ্রিকার হবে ১০৭।
* বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ৯৬, দক্ষিণ আফ্রিকার হবে ১১০।
* দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জিতলে বাংলাদেশ পয়েন্ট থাকবে ৯৩, দক্ষিণ আফ্রিকার হবে ১১১।
* দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯০, দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১১৩।

শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজে কি হলে কি হবে:
* শ্রীলঙ্কা ৫-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ১০৮, পাকিস্তানের হবে ৮৪।
* শ্রীলঙ্কা ৪-১ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ১০৭, পাকিস্তানের হবে ৮৬।
* শ্রীলঙ্কা ৩-২ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ১০৫, পাকিস্তানের হবে ৮৮।
* পাকিস্তান ৩-২ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট ৯০, শ্রীলঙ্কার হবে ১০৩।
* পাকিস্তান ৪-১ ব্যবধানে জিতলে তাদের হবে ৯২ পয়েন্ট, শ্রীলঙ্কার হবে ১০২।
* পাকিস্তান ৫-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট ৯৪, শ্রীলঙ্কার হবে ১০০।

আপনার মন্তব্য

আলোচিত